বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ভারতে ১৪২ জন কর্মীকে ছাঁটাই
মাইক্রোসফ্টের মালিকানাধীন গিটহাবের

নয়াদিল্লি: জানুয়ারিতেই মাইক্রোসফ্ট জানিয়েছিল, খরচে লাগাম টানতে ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। সম্প্রতি, মাইক্রোসফ্টের মালিকানাধীন গিটহাব ভারতে ১৪২ জন কর্মীকে ছাঁটাই করেছে। মঙ্গলবার এই খবর জানা গিয়েছে। বরখাস্ত হওয়া কর্মীরা সকলেই ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজ করতেন। তাঁরা বেঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লিতে কর্মরত ছিলেন। গিটহাবের এক মুখপাত্র জানিয়েছেন, সংস্থার পুনর্গঠনের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছাঁটাইয়ের কোনও প্রভাব ভারতীয় বাজারের উপর পড়বে না। গ্রাহকদেরও কোনও সমস্যায় পড়তে হবে না। তাঁর আরও বক্তব্য, সংস্থার লক্ষ্য হল গিটহাবকে ডেভেলপার ও গ্রাহকদের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা চালিত একটি সম্পূর্ণ সুসংহত প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরা। প্রসঙ্গত, ২০১৮ সালের ২ জুন ৭৫০ কোটি ডলারের বিনিময়ে গিটহাবের মালিকানা কিনে নেয় মাইক্রোসফ্ট। 

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ