বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ইউপিআইয়ে যুক্ত হচ্ছে ফি ব্যবস্থা 
খরচ মেটানোর দায় নেই গ্রাহকের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইউপিআই ব্যবহারের সময় কিছু ক্ষেত্রে এবার যুক্ত হচ্ছে ফি। দু’হাজার টাকার কেনাকাটার উপর সর্বোচ্চ ১.১ শতাংশ হারে ‘ইন্টারচেঞ্জ ফি’ চালু হবে। আগামী ১ এপ্রিল থেকে নয়া নিয়ম চালু হচ্ছে। এমনটাই জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই)। তবে এর জন্য সাধারণ ইউপিআই ব্যবহারকারীকে কোনও খরচ করতে হবে না বলে স্পষ্ট জানিয়েছে তারা। মার্চেন্ট বা বিক্রেতা বা পরিষেবা প্রদানকারীকে এই মূল্য চোকাতে হবে।  ইউপিআই দিয়ে লেনদেনের সময় কেবলমাত্র প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টেস, বলা ভালো পিপিআই ওয়ালেট ব্যবহার করলেই ইন্টারচেঞ্জ ফি দিতে হবে। 
এনপিসিআই দিন কয়েক আগে একটি সার্কুলার জারি করে, যেখানে প্রকাশ্যে আসে নয়া ফি নেওয়ার কথা। ধরে নেওয়া হয়, জনপ্রিয় ইউপিআই ব্যবহার করলে আগামী ১ এপ্রিল থেকে গ্রাহককে বাড়তি খরচ মেটাতে হবে। কিন্তু বাস্তবে যে তা নয়, সেকথা বুধবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে দেশের ইউপিআই বা ডিজিটাল লেনদেন সংক্রান্ত মূল সংস্থা এনসিপিআই। তাদের বক্তব্য, সাধারণ মানুষ যে ইউপিআই নির্ভর লেনদেন করে থাকেন, তার ৯৯.৯ শতাংশই সাধারণ লেনদেন, যেখানে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অপর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন হয়। এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সঙ্গে কোনও ইউপিআই অ্যাপের সংযোগ করা থাকে। 
সেই অ্যাপ থেকে টাকা মেটান গ্রাহক বা ক্রেতা। এক্ষেত্রে সাধারণ ক্রেতা ও বিক্রেতা— কাউকেই লেনদেনের জন্য কোনও ফি বা খরচ মেটাতে হয় না। নয়া নিয়মেও তাঁদের কোনও খরচ মেটাতে হবে না। 
তাহলে নতুন কী নিয়ম এল? এনপিসিআই জানাচ্ছে, প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টেস বা পিপিআই সংক্রান্ত লেনদেনগুলিকেও এখন থেকে ইউপিআই লেনদেনের আওতায় আনা হয়েছে। এর ফলে লেনদেন বাবদ ইন্টারচেঞ্জ ফি চালু হবে। 
সহজ কথায়, গ্রাহকের ডিজিটাল ওয়ালেটে যদি কোনও টাকা আসে এবং তা দিয়ে কিছু লেনদেন হয়, তাহলেই ওই ফি মেটাতে হবে। ওই ফি মেটাবে বাণিজ্যিক সংস্থাটি। তা মেটানোর দায় গ্রাহকের নেই, স্পষ্ট জানিয়েছে এনপিসিআই। 
বিশেষজ্ঞরা বলছেন, ধরা যাক, কোনও ব্যক্তি গিফ্ট কার্ড পেলেন। তিনি তাঁর মূল্যটি ডিজিটাল ওয়ালেটে জমা করবেন। তা থেকে তিনি জিনিস বা পরিষেবা কিনবেন। এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তাঁর ওই গিফ্ট কার্ডের মূল্যের কোনও সম্পর্ক রইল না। তিনি যখন পণ্য বা পরিষেবা কিনবেন, তখন ওই ইন্টারচেঞ্জ ফি কার্যকর হবে। তা মেটাবে সংশ্লিষ্ট বিক্রেতা সংস্থা, গ্রাহক নয়। 

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ