বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

গণতন্ত্রের জননী ভারত: মোদি

নয়াদিল্লি: ভারত গণতন্ত্রের জননী। আন্তর্জাতিক পরিসরে একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করে দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে উঠে এসেছে ভারত। যা কার্যকরী গণতন্ত্রের সবচেয়ে বড় উদাহরণ। বুধবার মার্কিন মুলুকে গণতন্ত্র সংক্রান্ত এক ভার্চুয়াল সম্মেলনে যোগ দিয়ে এমনই মত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডো বাইডেন, কোস্টারিকার প্রেসিডেন্ট রডরিগো চাভেস, জাম্বিায়ার প্রেসিডেন্ট হাকাইনদে হিচিলেমা, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুতে ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইওন সুক-ইওল। 
সেখানে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় গণতন্ত্র নিয়ে জোর সওয়াল করেছেন প্রধানমন্ত্রী। দেশের প্রাচীন গণতান্ত্রিক ঐতিহ্যের কথাও উল্লেখ করে করেন মোদি। তিনি বলেন, যে সময় ভারতে নির্বাচিত প্রতিনিধির ভাবনা এসেছিল, তখন কোনও দেশের তেমনভাবে জন্মই হয়নি। মোদি বলেন, আমাদের মহাকাব্য মহাভারতে বলা হয়েছে,জনগণের প্রথম কর্তব্য নিজেদের নেতাকে নির্বাচিত করা। বৃহত্তর পরিসরে রাজনৈতিক ক্ষমতা ব্যবহারের কথা উল্লেখ রয়েছে পবিত্র বেদেও। প্রাচীন ভারতের এরকম বহু ঐতিহাসিক প্রমাণপত্র রয়েছে। পুরুষানুক্রমে কেউ ভারতের শাসক হতে পারে না। তিনি আরও বলেন, ভারত প্রকৃত অর্থেই গণতন্ত্রের জননী। গণতন্ত্র শুধু কোনও কাঠামো নয়, এটা শক্তিও। যেখানে প্রতিটি মানুষের চাহিদাকে সমান গুরুত্ব দেওয়া হয়। এই বিশ্বাসের উপর ভিত্তি করেই সবটা গড়ে উঠেছে।  

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ