বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বন্দে ভারতে পাথর ছুড়লে ৫
বছরের জেল, জানাল রেল

নয়াদিল্লি: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুড়লে এবার কড়া সাজা। পাঁচ বছর জেলের ঘানি টানতে হবে।  এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছে রেল কর্তৃপক্ষ। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দেশে আনুষ্ঠানিকভাবে বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা শুরু হয়েছে। এরইমধ্যেই তেলেঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গে এই ভিভিআইপি সুপারফাস্ট ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনা সামনে এসেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত সারা দেশে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ন’বার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এই প্রবণতা ঠেকাতে এবার কড়া পদক্ষেপের কথা ঘোষণা করল দক্ষিণ-মধ্য রেল (এসসিআর)। তারা জানিয়েছে, এবার থেকে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার অপরাধে পাঁচ বছরের জেলের সাজা ভুগতে হবে। এই কড়া পদক্ষেপের কথা জানিয়ে এধরনের ফৌজদারি অপরাধ থেকে বিরত থাকতে রেলের তরফে আবেদন করা হয়েছে। পাশাপাশি রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)-র তরফেও একাধিক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ-মধ্য রেলের মুখ্য জনসংযোগ অফিসার রাকেশ। যেমন— সচেতনতামূলক প্রচারাভিযান, রেল লাইনের কাছাকাছি গ্রামের প্রধানদের সঙ্গে নিয়মিত সমন্বয় সাধন এবং তাঁদের গ্রাম ‘মিত্র’ হিসেবে তুলে ধরা।

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ