বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

এনসিপি নেতা মহম্মদ ফয়জলের সাংসদ পদ
খারিজের সিদ্ধান্ত ফিরিয়ে নিল লোকসভা

নয়াদিল্লি: লাক্ষাদ্বীপ থেকে নির্বাচনে জয়ী এনসিপি নেতা মহম্মদ ফয়জলের সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত ফিরিয়ে নিল লোকসভা। আজ, বুধবার লোকসভার সচিবালয় থেকে একটি নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রসঙ্গত, লাক্ষাদ্বীপের নিম্ন আদালত একটি ফৌজদারি মামলায় মহম্মদ ফয়জলকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সাজা ঘোষণা করে। এরপর তাঁর সাংসদ পদ খারিজ করে দেয় লোকসভা। সংসদে নিজের সদস্যপদ খোয়ানোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলাও করেছিলেন ফয়জল। কিছুদিনের মধ্যেই তার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই কেরল হাইকোর্ট নিম্ন আদালতের পূর্ববর্তী রায়ে স্থগিতাদেশ জারি করে। এরপরই ফয়জলের সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত বাতিল করা হয়। প্রসঙ্গত, বর্তমানে কোনও ফৌজদারি মামলায় আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ২ বছরের বেশি কারাদণ্ডের সাজা পেলে সাংসদ ও বিধায়কদের সদস্যপদ খারিজের নিয়ম চালু আছে। এই নিয়মেই কিছুদিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ করে দেওয়া হয়। যা নিয়ে এখনও উত্তাল জাতীয় রাজনীতি। এরপর সংশ্লীষ্ট আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন কেরলের এক বাসিন্দা। কংগ্রেসও এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেছে। এবার ওয়ানাড়বাসী তাঁদের সাংসদকে ফিরে পান কিনা সেটাই দেখার।

29th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ