বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

পিএফের সুদ বৃদ্ধি নামমাত্র 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লাগাতার রেপো রেট বাড়ানোয় লাগামছাড়া ইএমআই এবং আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি—এই দুই জাঁতাকলে পিষতে থাকা মধ্যবিত্তের ক্ষোভের আঁচে আরও আগুন দিল পিএফের সুদ। রীতিমতো হাঁকডাক করে কর্মী প্রভিডেন্ট ফান্ডে সুদের হার মাত্র ০.০৫ শতাংশ বাড়াল মোদি সরকার। মঙ্গলবার দিল্লিতে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের অছি পরিষদের দু’দিনের বৈঠক শেষে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব ঘোষণা করলেন, ২০২২-২৩ আর্থিক বছরের জন্য ৮.১৫ শতাংশ হারে সুদ পাবেন ইপিএফ গ্রাহকরা। ২০২১-২২ অর্থবর্ষে কর্মী প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ছিল ৮.১০ শতাংশ। আর এই ঘোষণায় আগুনে ঘি ঢালল। মধ্যবিত্তের প্রশ্ন, এই প্রহসনের অর্থ কী? চলতি বছরে দেশের একাধিক রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রয়েছে। আগামী বছর লোকসভা ভোট। সংশ্লিষ্ট মহলের ধারণা, এই কারণেই পিএফে সুদের হার কমানো কিংবা অপরিবর্তিত রাখার ঝুঁকি নিতে পারেনি কেন্দ্র। লোক দেখানো হলেও এমন একটা নামমাত্র ‘উপহার’ দিয়েছে তারা। উল্টে এর জন্য খরচ কতটা বাড়বে তার হিসেব দিয়েছে মন্ত্রক। জানানো হয়েছে, নতুন হারে সুদ দিতে সরকারের খরচ হবে প্রায় ৯০ হাজার কোটি টাকা। গতবার তা ছিল প্রায় ৭৭ হাজার কোটি টাকা। ইপিএফও এদিন যে সুদ ঘোষণা করেছে, তা অর্থমন্ত্রক অনুমোদন করবে। তারপরই বিজ্ঞপ্তি জারি করবে ভবিষ্যনিধি সংগঠন। অছি পরিষদের সদস্য দিলীপ ভট্টাচার্য বলেন, ‘আমরা দাবি করেছিলাম, অন্তত ৮.৫ শতাংশ সুদ বজায় রাখা হোক। কিন্তু তা হয়নি। সরকার কর্পোরেটদের আর্থিক সুবিধা দিচ্ছে। কিন্তু সাধারণ মানুষের জন্য তারা চিন্তিত নয়। ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়েও কোনও প্রতিশ্রুতি মন্ত্রী দেননি।’ 

29th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ