বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

নিয়ন্ত্রণ রেখায় থেমেছে গুলির আওয়াজ,
পর্যটকদের অপেক্ষায় উরির কামান পোস্ট

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা এখন কমেছে। ফলে নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এই পরিস্থিতিতে পর্যটকদের জন্য নতুন করে কামান পোস্টের দ্বার উন্মুক্ত করতে চলেছে ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের কামান পোস্ট আমন সেতু হিসেবেও পরিচিত। এই সেতুটি বারামুলা ও পাক-অধিকৃত কাশ্মীরের মধ্যে সংযোগ স্থাপনের গুরুত্বপূর্ণ মাধ্যম। ১৯৪৮ সালের তিতোয়ালের যুদ্ধে ত্রেহগাম সেতু অধিগ্রহণের অন্যতম কারিগর ছিলেন লেফটেন্যান্ট কর্নেল কামান সিং। পরবর্তীকালে তাঁর নামেই নিয়ন্ত্ররেখা বরাবর উরির এই পোস্টটির নামকরণ করা হয়। উরিতে ঘুরতে যাওয়া পর্যটকরা এবার দেশের বীর সৈনিকদের এই বলিদানের ইতিহাসও জানতে পারবেন। উরির ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান মহম্মদ রফিক বালোত বলেন, ‘পর্যটকরা কামান পোস্টে আসতে পছন্দ করবেন। তবে এর জন্য আগে থেকে অনুমতি নিতে হয়। সেই পদ্ধতিটা একটু কঠিন।’ প্রতিবছর পড়ুয়াদের জন্য এখানে একাধিক কর্মসূচির আয়োজন করে সেনা। এবার পর্যটকদের আনাগোনার সুফল পাবে স্থানীয় অর্থনীতিও। এবিষয়ে বালোতের বক্তব্য, ‘পর্যটকরা এখানে আসার অনুমতি পেলে এলাকার অর্থনীতি উন্নত হবে। তাঁদের সবরকম সাহায্য করতে পোস্টে আমাদের লোক সর্বদা উপস্থিত থাকবে। এর ফলে যাতায়াত অনেক সহজ হবে। পাশাপাশি পথে বিভিন্ন পণ্যের স্টল দিতে পারবেন স্থানীয়রা।’  তিনি আরও বলেন, ‘সরকারের কাছে বাবা ফরিদকেও পর্যটককেন্দ্রের তালিকায় যুক্ত করার আবেদন জানিয়েছি। তীর্থস্থান হওয়ার পাশাপাশি ওই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করবে।’ ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা প্রশমন ও শান্তি বজায় রাখার বিষয়ে সহমত হয়েছিল ভারত ও পাক সেনা। তারপর থেক গুলির শব্দ প্রায় শোনা যায় না। এই অবস্থায় কামান পোস্টে পর্যটকদের আগমনের অপেক্ষায় স্থানীয়রা।

29th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ