বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

কর্ণাটকে ১২৪ আসনে প্রার্থীদের
নাম ঘোষণা করল কংগ্রেস
বরুণা কেন্দ্র থেকে লড়বেন সিদ্ধারামাইয়া

বেঙ্গালুরু: এই বছরই কর্ণাটকে বিধানসভা নির্বাচন হতে চলেছে। এই ভোটকে কার্যত ২০২৪-এর লোকসভা নির্বাচনের সেমিফাইনাল হিসেবেই দেখছেন রাজনৈতির বিশেষজ্ঞরা। একে অপরকে এক চুলও জায়গা ছাড়তে নারাজ কংগ্রেস-বিজেপি। তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিতে চায় যুযুধান দুই পক্ষই। এই লড়াইতেই এক ধাপ এগিয়ে প্রথম পর্যায়ের প্রার্থীতালিকা প্রকাশ করে দিল কংগ্রেস। আজ, শনিবার কংগ্রেসের তরফে এই প্রার্থীতালিকা প্রকাশ করা হয়। প্রথম পর্যায়ে মোট ১২৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষিত হয়েছে। প্রথম তালিকাতেই একঝাঁক হেভিওয়েটের নাম ঘোষণা করে চমক দিয়েছে হাত শিবির। বরুণা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। এই আসনে বর্তমানে বিধায়ক রয়েছে তাঁরই ছেলে যতীন্দ্র সিদ্ধারামাইয়া। এছাড়াও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে লড়বেন চিতাপুর থেকে। এছাড়াও এই দক্ষিণী রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার লড়ছেন কনকপুরা থেকে। তিনি বর্তমানে এই কেন্দ্রের বিধায়ক। প্রসঙ্গত, কর্ণাটকে বর্তমানে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত বিজেপি। পদ্ম শিবির এখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি এখনও যথেষ্ট নারাজ। অন্যদিকে নির্বাচন পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে দলের মুখ হিসেবে দাবি করা বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে নিয়েও দলের অন্দরে অসন্তোষ রয়েছে। তাই এখনও তাঁর নামে সিলমোহর দেয়নি বিজেপির শীর্ষ নেতৃত্ব।  

25th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ