বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বাবার মৃত্যু, চাইল্ড কনস্টেবলের
চাকরি পেল পাঁচ বছরের শিশু

সরগুজা (ছত্তিশগড়): কর্তব্যরত অবস্থায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাবার। মৃত পুলিস অফিসারের পাঁচ বছরের ছেলেকে ‘চাইল্ড কনস্টেবল’ হিসেবে নিযুক্ত করে নজির গড়ল প্রশাসন। বৃহস্পতিবার ছত্তিশগড়ের সরগুজা এলাকার ওই শিশুকে নিয়োগ দেওয়া হয়। সূত্রের খবর, কিছুদিন আগে পথ দুর্ঘটনায় প্রাণ হারান রাজকুমার রাজওয়াড়ে নামে ওই পুলিস অফিসার। রাজকুমারের মৃত্যুর পর নির্দেশিকা মেনে তাঁর পাঁচ বছরের ছেলে নমনকে চাইল্ড কনস্টেবলের চাকরি দিল প্রশাসন। সরকারের এই সিদ্ধান্তে খুশি রাজকুমারের স্ত্রী নিতু। তিনি বলেন, ‘দুর্ঘটনায় স্বামীকে হারিয়েছি। এখন আমার ছেলেকে চাইল্ড কনস্টেবল হিসেবে নিযুক্ত করা হয়েছে। কষ্ট পেলেও ছেলের কথা চিন্তা করে আমি আনন্দিত।’ সরগুজার এসপি ভাবনা গুপ্তা বলেন, ‘কিছুদিন আগে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পুলিস অফিসার রাজকুমার রাজওয়াড়ের। পুলিস হেডকোয়ার্টারের নির্দেশিকা অনুযায়ী, এই পরিস্থিতিতে মৃতের পরিবারের ১৮ বছরের নীচে কোনও সদস্যকে চাইল্ড কনস্টেবল হিসেবে নিযুক্ত করা যায়। সেই নিয়ম মেনেই নমনকে এই চাকরি দেওয়া হয়েছে।’ ওই শিশুর বয়স ১৮ বছর হলে তাঁকে পূর্ণসময়ের কনস্টেবল পদে নিয়োগ করা হবে।

25th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ