বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

১২ বছর আগের রায় খারিজ করল শীর্ষ আদালতই
নিষিদ্ধ সংগঠনের সদস্য হলেই সাজা,
নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: নিষিদ্ধ গোষ্ঠীর সদস্য হলেও হিংসায় উস্কানি বা জড়িত না থাকলে কাউকে অপরাধী বলে দাগিয়ে দেওয়া যায় না। ২০১১ সালে এই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টই তার ১২ বছরের পুরনো সেই রায় খারিজ করে দিল। এদিন বিচারপতি এম আর শাহের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বলে, ২০১১ সালের ওই রায় সমাজ ও আইনের পক্ষে হিতকর ছিল না। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে সংশ্লিষ্ট কিছু ধারা খারিজের আগে তৎকালীন কেন্দ্রীয় সরকারের বক্তব্য শোনা হয়নি। সুপ্রিম কোর্টের এদিনের রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, সুপ্রিম কোর্টের এই নতুন রায় দেশের সার্বভৌমত্ব রক্ষার সহায়ক হবে। ঘটনাচক্রে, শীর্ষ আদালতের এই রায়ের ফলে ইউএপিএ আইনের ১০ (এ) (১) ধারা ফের বৈধতা পেল। এর ফলে কোনও নিষিদ্ধ সংগঠনের সদস্য থাকাটা অপরাধ হিসেবেই বিবেচিত হবে। তিন সদস্যের বেঞ্চ এদিন বলেছে, কোনও সংগঠন নিষিদ্ধ বলে ঘোষিত হলে, তার সদস্যপদ থাকা ব্যক্তি শাস্তি পাওয়ারই যোগ্য।
২০১১ সালের রায়টি ঘোষণা করেছিল বিচারপতি মার্কণ্ডেয় কাটজু ও জ্ঞানসুধা মিশ্রের (বর্তমানে দু’জনেই অবসরপ্রাপ্ত) বেঞ্চ। নিষিদ্ধ উলফা গোষ্ঠীর সদস্য অরূপ ভুঁইয়া ও ইন্দ্রা দাসের আবেদনের প্রেক্ষিতে ওই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। ভুঁইয়া ও দাসকে বেকসুর খালাস করে সেই সময় শীর্ষ আদালত বলেছিল, হিংসায় জড়িত না থাকলে শুধুমাত্র নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়াটা অপরাধ হতে পারে না। কারণ তা সংবিধানের ১৯ ও ২১ ধারার পরিপন্থী। যদিও পুরনো সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চেয়েছিল কেন্দ্রীয় সরকার। তার ভিত্তিতেই এদিন ২০১১ সালের ওই রায় খারিজ করল শীর্ষ আদালত।

25th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ