বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

এবছরের মাঝামাঝি আকাশে পাড়ি
‘চন্দ্রযান ৩’ ও ‘আদিত্য এল ১’-এর

নয়াদিল্লি: চলতি বছরের মাঝামাঝিই তৃতীয় চন্দ্র অভিযান ‘চন্দ্রযান ৩’ এবং প্রথম সৌর অভিযান ‘আদিত্য এল ১’-এর উৎক্ষেপণ সম্ভব হবে। বুধবার এমনটাই জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। এদিন আমেদাবাদে চতুর্থ প্ল্যানেটরি সায়েন্স কনফারেন্সে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘চন্দ্রযান ৩-র জন্য মহাকাশযান সম্পূর্ণ প্রস্তুত। অভিযান নিয়ে কিছু সংশোধনের কাজ বাকি। পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এই অভিযানের সাফল্য নিয়ে আমরা আত্মবিশ্বাসী।’ চন্দ্রযান ২-এর ফলো আপ মিশন হবে চন্দ্রযান ৩। এতে থাকবে একটি অরবিটার, একটি ল্যান্ডার ও একটি রোভার। তবে অরবিটারকে হাল্কা করতে কিছুটা পেলোড কমানো হচ্ছে। বাকি সব একই থাকবে বলে ইসরো চেয়ারম্যান জানিয়েছেন। আদিত্য এল ১ নিয়ে তিনি বলেন, এই অভিযান নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সূর্যকে পর্যবক্ষণের জন্য যন্ত্রপাতি পৌঁছে গিয়েছে। ইসরো এখন সেগুলিকে কৃত্রিম উপগ্রহে বসানোর কাজ করছে। আদিত্য এল ১ নতুন ধরনের অভিযান হতে চলেছে বলে তিনি জানিয়েছেন। ইসরো প্রধান বলেন, লগরানজিয়ান পয়েন্ট এল ১ থেকে সূর্যকে পর্যবেক্ষণ করবে আদিত্য। এই পয়েন্টের সুবিধা হল, এখানে ঝঞ্ঝাট কম। তাই ভালোভাবে সূর্যকে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

23rd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ