বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

মমতা-নবীন
বৈঠক আজ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অখিলেশ যাদবের কলকাতা সফরের সময় থেকে যে জল্পনা তৈরি হয়েছিল, তা আরও গতি পেতে চলেছে আজ। কারণ, বৃহস্পতিবার বিকেলে ভুবনেশ্বরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক বাংলার প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি বিরোধী দুই আঞ্চলিক দলের সুপ্রিমো বিষয়টিকে নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করলেও, বৈঠক ঘিরে রাজনৈতিক মহল ভাসছে তুমুল কৌতূহলে। বিশেষ করে বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রাখার ঘোষণার পর। কারণ, ঠিক তারপরই প্রকট হয়ে উঠেছে ‘তৃতীয় ফ্রন্ট’ গঠনের সম্ভাবনা। সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে বৈঠক শুরু করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তারই পরবর্তী ধাপ হিসেবে ভুবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া ওড়িশার মুখ্যমন্ত্রীর বাসভবনে হতে চলেছে মমতা-নবীন সাক্ষাৎ। আর কলকাতায় ফিরেই কাল, শুক্রবার জনতা দল (সেকুলার) নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সঙ্গে কালীঘাটে জরুরি বৈঠক করবেন মমতা। অর্থাৎ, অবিজেপি এবং অকংগ্রেসি দলগুলির সঙ্গে তৃণমূল নেত্রীর যোগাযোগ বৃদ্ধি স্পষ্টভাবেই রাজনীতির নয়া সমীকরণের জন্ম দিচ্ছে। 
এদিন পুরী থেকে পাঁচ কিলোমিটার দূরে নিউ পুরী এলাকায় গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বাঙালির অন্যতম গন্তব্য পুরীতে সরকারি অতিথি নিবাস তৈরির লক্ষ্যে জমি খুঁজছিলেন মমতা। নতুন টাউনশিপ নিউ পুরীতে মমতার সরকারকে লিজে জমি দিতে রাজি হয়েছে নবীন প্রশাসন। অতিথি নিবাসের জন্য সেই জমি দেখতেই গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘জমি পছন্দ হয়েছে। ৯৯ বছরের লিজে ওরা দিতে চাইছে। ওখানে অতিথিশালা হবে। পুরী বেড়াতে আসা বঙ্গবাসীকে হোটেলের ঝঞ্ঝাট থেকে অনেকটাই রেহাই দেবে প্রস্তাবিত এই অতিথিশালা।’ নিদিষ্ট জমিটির পরিমাণ প্রায় পাঁচ একর। তার মধ্যে ঠিক কতটা জমি বাংলা  পাবে, তা মমতার সঙ্গে বৈঠক করে আজ চূড়ান্ত করবেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এদিন বিকেলে পুরীর জগন্নাথদেব মন্দিরে পুজো দেন নেত্রী। মা-মাটি-মানুষ গোত্রের নামে গোটা রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো হয় সেখানে। মমতার দেওয়া ধ্বজা (বানা বান্ধা) উত্তোলন করা হয় মন্দির চূড়ায়।
পুরীর জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অরূপ বিশ্বাস ও রাজেশ দয়িতাপতি। -নিজস্ব চিত্র

23rd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ