বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

যোগীরাজ্যের পুলিসের বিরুদ্ধে অভিযোগ দায়ের রেলের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কখনও বিনা টিকিটে যাত্রা, কখনও টিকিট পরীক্ষকদের সঙ্গে তীব্র বাদানুবাদ, আবার কখনও অন-বোর্ড অন্য রেলকর্মী কিংবা সাধারণ যাত্রীদের সঙ্গেই তুমুল ঝামেলায় জড়িয়ে পড়া। যোগী-রাজ্যের পুলিস নিয়ে এমনই চরম বিড়ম্বনায় রেল। আর যার জেরে একপ্রকার নজিরবিহীনভাবেই এ ব্যাপারে বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশ সরকারের কাছে কড়া অভিযোগ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এহেন বেনজির ঘটনায় শেষমেশ নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে উত্তরপ্রদেশ সরকারও। কারণ, ভাবমূর্তি বড় ইস্যু। তা অক্ষুণ্ণ রাখতেই উত্তরপ্রদেশের ডিরেক্টর জেনারেল অব পুলিসের কার্যালয় থেকে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে, ট্রেনে ভ্রমণের সময় কোনওরকম বেনিয়মের অভিযোগ সামনে এলে সংশ্লিষ্ট পুলিসকর্মীর বিরুদ্ধে এবার থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকী, বিভাগীয় তদন্তও শুরু হবে। 
রেল সূত্রের খবর, বিভিন্ন সময় সরকারি কাজে ট্রেনে সফর করেন পুলিসকর্মী এবং আধিকারিকরা। কিন্তু অনেক সময়ই দেখা যায় যে, তাঁরা বিনা টিকিটেই ট্রেনে উঠে পড়েছেন। হয়তো সংরক্ষিত কামরায় অন্য যাত্রীর আসনে বসে পুরো পথ পাড়ি দিচ্ছেন। এ ব্যাপারে রেল যাত্রীদের একাংশের কাছ থেকেও অভিযোগ পাওয়া যায়। রেল বোর্ডের ব্যাখ্যা, সরকারি কাজে ট্রেন সফর করলেই পুলিসকর্মীদের বিনা টিকিটে ভ্রমণের অধিকার থাকে না। নিয়ম সকলের জন্যই সমান। সেই নিয়ম মেনে টিটিইরা টিকিট চাইলে অনেক সময়ই গালিগালাজ করেন সংশ্লিষ্ট পুলিসকর্মীরা। কখনও রেলকর্মীদের সঙ্গে হাতাহাতির পরিস্থিতিও সৃষ্টি হয়। রেল সূত্রের দাবি, সম্প্রতি উত্তরপ্রদেশের ট্রেনেই পরপর দু’বার এহেন ঘটনা ঘটেছে। একটি ঘটেছে গত ১০ মার্চ ভাগলপুর থেকে জম্মু-তাওয়াই যাওয়ার অমরনাথ এক্সপ্রেসের এসি কোচে। অন্যটি ঘটেছে তার চারদিনেরই মাথায় গত ১৪ মার্চ পাটনা থেকে জম্মু-তাওয়াই যাওয়ার অর্চনা এক্সপ্রেসে। দু’টো ক্ষেত্রেই টিটিইর সঙ্গে তীব্র বিতণ্ডা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন উত্তরপ্রদেশের সংশ্লিষ্ট পুলিসকর্মীরা। ঘটনার জেরে স্থানীয় জিআরপিতে অভিযুক্ত উত্তরপ্রদেশ পুলিসকর্মীদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়। উত্তরপ্রদেশ ডিজিপি কার্যালয় থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে ওই দুটো ঘটনার উল্লেখও করা হয়েছে। এই পরিস্থিতিতেই সমস্ত পুলিস আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে, তাঁরা যেন অধঃস্তনদের রেলের নিয়মকানুন সম্পর্কে ওয়াকিবহাল করেন। নামপ্রকাশে অনিচ্ছুক রেলের এক আধিকারিক বলেন, ‘সব পুলিসকর্মীই যে নিয়ম ভাঙতে চান, তা নয়। কিন্তু কতিপয়ের জন্য সমস্যা বৃদ্ধি পায়। আশা করা যায়, এমন নির্দেশিকার পর অন্তত উত্তরপ্রদেশের পুলিসকর্মীদের নিয়ে এহেন অভিযোগের সংখ্যা কমবে।’ 

23rd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ