বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

জাতীয় দলের মর্যাদা বহাল রাখতে
নির্বাচন কমিশনে সওয়াল তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় দল হিসেবেই নিজেদের মর্যাদা বজায় রাখতেই বদ্ধপরিকর তৃণমূল। পশ্চিমবঙ্গে তো বটেই, মেঘালয়ের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে আসন পেয়েছে তৃণমূল। ভোট লড়েছে ত্রিপুরা, গোয়াতেও। ফলে বাংলার বাইরেও অন্যান্য রাজ্যে জোড়াফুলের অস্তিত্ব রয়েছে, এবং দিনে দিনে তা বাড়ছে। স্রেফ একটি ভোট দিয়ে বিচার করলে তা চলবে না। আগামী লোকসভা নির্বাচনকেও মাথায় রাখতে হবে। জাতীয় রাজনৈতিক দলের মর্যাদা বজায় রাখতে এভাবেই নির্বাচন কমিশনে সওয়াল করল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 
নির্বাচন কমিশনের তথ্য মোতাবেক ভারতে এই মুহূর্তে জাতীয় মর্যাদা সম্পন্ন রাজনৈতিক দলের সংখ্যা সাত। ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সিপিএম, সিপিআই, এনসিপি এবং মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি। বাকি যেসব দল রয়েছে, তা রাজ্যস্তরের। অর্থাৎ আঞ্চলিক। তবে জাতীয় দলের মর্যাদা বজায় রাখতে গেলে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া কিছু নিয়ম রয়েছে। দলকে চার বা তার বেশি রাজ্যে লোকসভা অথবা বিধানসভা ভোটের কমপক্ষে ৬ শতাংশ ভোট নিশ্চিত করতে হয়। লোকসভায় কমপক্ষে চারজন এমপি থাকতে হয় অথবা ন্যূনতম তিনটি রাজ্য থেকে দেশের মোট লোকসভা আসনের কমপক্ষে ২ শতাংশ আসন পেতে হয়। পাশাপাশি অন্তত চারটি রাজ্যে আঞ্চলিক তথা রাজ্য দলের স্বীকৃত পেতে হয়।
রাজনৈতিক দলগুলির পারফরম্যান্স নিয়ে নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা করে নির্বাচন কমিশন। এই পর্যালোচনাতেই এবার জাতীয় দলের মধ্যে তৃণমূল, এনসিপি এবং সিপিআইয়ের প্রতিনিধিদের ডেকে পাঠানো হয়েছিল। পাশাপাশি রাজ্যস্তরের কয়েকটি দলকেও ডাকা হয়েছিল। সেখানে এনসিপির পক্ষে প্রফুল্ল প্যাটেল এবং তৃণমূলের পক্ষে দলের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায় উপস্থিত ছিলেন। কমিশনের ফুল বেঞ্চের সামনে তাঁদের যাবতীয় বিষয়ের জবাব দেওয়া হয়েছে। এ ব্যাপারে সুখেন্দুবাবু বলেন, ‘সবকিছুই বলা হয়েছে কমিশনকে। তারা মন দিয়ে শুনেছেন আমাদের কথা।’

23rd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ