বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

আপ সরকারের বাজেটে দিল্লির
পরিচ্ছন্নতা-পরিকাঠামোয় জোর

 

নয়াদিল্লি (পিটিআই):  লক্ষ্য রাজধানীর পরিচ্ছন্নতা, মৌলিক পরিকাঠামো ও পরিবহণ ব্যবস্থার উন্নতি। দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের বাজেটে স্থানীয় সংস্থাগুলির জন্য বরাদ্দ বেড়ে দ্বিগুণ হল।  কিছুদিন আগেই বিজেপিকে হারিয়ে দিল্লি পুরসভায় ক্ষমতা দখল করেছে আম আদমি পার্টি (আপ)।  তারপর এটিই ছিল দিল্লির আপ সরকারের প্রথম বাজেট। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী  মণীশ সিশোদিয়া এখন জেলে। তিনিই ছিলেন অর্থ দপ্তরের দায়িত্বও ছিল তাঁর হাতে।  তিনি পদত্যাগ করার পর দিল্লির নতুন অর্থমন্ত্রী হয়েছেন কৈলাস গেহলট। অর্থমন্ত্রী হিসেবে এটিই  ছিল তাঁর প্রথম বাজেট। এদিন  বিধানসভায় ৭৮ হাজার ৮০০ কোটি টাকার বাজেট পেশ করেছেন তিনি। ২০২৩-’২৪ অর্থবর্ষে পুরসংস্থাগুলির জন্য বরাদ্দ প্রায় দ্বিগুণ বেড়ে হল ৮ হাজার ২৪১ কোটি টাকা। আগের অর্থবর্ষে এই বরাদ্দের পরিমাণ ছিল ৪ হাজার ৩৭৪ কোটি টাকা। অর্থমন্ত্রী জানিয়েছেন, আবর্জনার পাহাড় সরানোর জন্য দিল্লি পুরসভার (এমসিডি) জন্য ৮৫০ কোটি টাকা ঋণ ধার্য হয়েছে। প্রসঙ্গত ওখলা, গাজিপুর এবং ভালসা— বর্জ্য ফেলার জন্য দিল্লির এই তিনটি জায়গা বহু বছর আগেই ভরাট হয়ে গিয়েছে। দিল্লি পুরসভার নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ১০টি প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেগুলির মধ্যে এই তিনটি জায়গায় উপচে পড়া আবর্জনার স্তূপ সাফ করার প্রতিশ্রুতি ছিল অন্যতম। অর্থমন্ত্রী বলেছেন, দিল্লিকে ‘পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক শহর’ হিসেবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য।     
বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী কৈলাস গেহলট। ছবি: পিটিআই

23rd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ