বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ধর্মীয় হিংসা থেকে জনগণকে রক্ষার
দায়িত্ব সরকারের: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে ধর্মের ভিত্তিতে হিংসার কোনও ঘটনা হওয়া উচিত নয়। সরকার বিষয়টিকে হাল্কাভাবে নিলে চলবে না। এই ধরনের জঘন্য অপরাধ থেকে দেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব তাদের। সোমবার একটি ধর্মীয় হিংসা সংক্রান্ত মামলার শুনানিতে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। এবিষয়ে বিচারপতি কে এম জোসেফ ও বিচারপতি বি ভি নাগরত্নার পর্যবেক্ষণ, ‘ধর্মীয় হিংসার মতো অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠবে। বিষয়টি নিয়ে এখন সকলেই সচেতন। ঘৃণা ভাষণ নিয়ে কোনওরকম আপস করা চলবে না।’ ২০২১ সালের ৪ জুলাই নয়ডা থেকে আলিগড় যাচ্ছিলেন আহমেদ শেরওয়ানি নামে এক ব্যক্তি। অভিযোগ, সেই সময় একদল দুষ্কৃতী তাঁর ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করে হামলা চালায়। তবুও পুলিস ধর্মীয় হিংসার অভিযোগ দায়ের করেনি। এরপরেই আদালতের দ্বারস্থ হন আহমেদ। এ বিষয়ে বিচারপতিদ্বয়ের বেঞ্চ জানায়, ‘ধর্মের নামে কারও উপর হামলা হলে পুলিস যদি অভিযোগ না নিতে চায়, সেটা খুবই উদ্বেগের।’

7th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ