বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

চালু ই-২০ ফুয়েল
ভোটমুখী কর্ণাটকে একমাসে তিনবার মোদি,
দেশের বৃহত্তম হেলিকপ্টার কারখানার উদ্বোধন

টুমকুর: কর্ণাটকে দেশের বৃহত্তম হেলিকপ্টার কারখানার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার টুমকুরে ৬১৫ একর জমিতে অবস্থিত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (হ্যাল) ওই কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মোদির ‘আত্মনির্ভর ভারত’-এর স্বপ্নকে বাস্তবায়িত করতে আগামী ২০ বছরে এই কারখানায় এক হাজারেরও বেশি হেলিকপ্টার উৎপাদন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই সময়কালের মধ্যে ব্যবসার টার্গেট রাখা হয়েছে চার লক্ষ কোটি টাকা। কপ্টারগুলি হবে ৩-১৫ টনের। প্রাথমিক পর্যায়ে বছরে ৩০টি করে কপ্টার তৈরি করা হবে। পরে পর্যায়ক্রমে বাড়ানো হবে লক্ষ্যমাত্রা। এদিনই ইন্ডিয়া এনার্জি উইক-২০২৩-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরিবেশবান্ধব শক্তিতে জোর দিতে সেখানেই উদ্বোধন হয় ২০ শতাংশ ইথানল যুক্ত পেট্রল ‘ই-২০ ফুয়েল’। যা দেশবাসীকে উৎসর্গ করেছেন মোদি। ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৮৪টি আউটলেট থেকে আপাতত ই-২০ ফুয়েল পাওয়া যাবে। ভোটমুখী কর্ণাটকে একমাসেরও কম সময়ে এনিয়ে তিনবার এলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক দিক থেকে যা বিশেষ তাৎপর্যপূর্ণ। টুমকুরে ২০১৬ সালে হ্যাল-এর হেলিকপ্টার কারখানার শিলান্যাস করেন মোদি। এখানে মূলত লাইট ইউটিলিটি হেলিকপ্টার (এলইউএইচ) উৎপাদন করা হবে বলে হ্যাল-এর তরফে জানানো হয়েছে। 

7th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ