বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

দাউদের প্রত্যর্পণ: আমেরিকাকে
হস্তক্ষেপের অনুরোধ দিল্লির
দোভাল-ব্লিঙ্কেন আলোচনা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লক্ষ্য ২০২৪ সালের লোকসভা ভোট। কোনও ঝুঁকি নিতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একের পর এক এজেন্ডা নিয়ে তৈরি হচ্ছেন তিনি। আগামী বছরের জানুয়ারি মাসে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হবে ধূমধাম করে। তার মধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে জোরকদমে বিজেপি সংসদীয় দলের মধ্যে সক্রিয়তা শুরু হয়েছে। অপেক্ষা করছে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল। বিজেপি ও সঙ্ঘ পরিবারের এই নিজস্ব ইস্যুগুলি পূর্ণ করার পাশাপাশি জাতীয়তাবাদী চমক দেওয়ার প্রস্তুতিও তুঙ্গে। দাউদ ইব্রাহিমকে ভারতে ফেরানো নিয়ে আমেরিকার সঙ্গে আবার আলোচনা করছে ভারত। 
মার্কিন সফরে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি ও তাঁর টিম মার্কিন সরকারের নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের গত সপ্তাহেই যে বৈঠক করেছেন, সেখানে পাকিস্তানে থাকা সন্ত্রাসবাদীদের প্রসঙ্গ সরাসরি উত্থাপিত হয়েছে। এরপরই আবার দোভাল মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেও বৈঠক করেছেন। ওই বৈঠকগুলিতে সাধারণ এজেন্ডার পাশাপাশি হাফিজ সঈদ এবং দাউদ ইব্রাহিমের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। হাফিজ সঈদ নিয়ে পাকিস্তান সবার চোখে ধুলো দিতে চায়। আন্তর্জাতিক দুনিয়া ও রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদকে ইসলামাবাদের বার্তা, সঈদকে দফায় দফায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। অর্থাৎ পাকিস্তান প্রমাণ করার চেষ্টা করছে আইন অনুযায়ী বিচারপর্ব চলছে। কিন্তু দাউদ ইব্রাহিমের পাকিস্তানে বসবাসের কথাই পাকিস্তান মানে না। তাই দাউদ অথবা তার টিম নিয়ে পাকিস্তানকে কোনও আনুষ্ঠানিকভাবে চাপ দেওয়া যায়নি অথবা দেওয়া হয়নি। এমতাবস্থায় ক্রিটিক্যাল অ্যান্ড এমাজিরং টেকনোলজিস ডায়ালগ নামক যে বার্ষিক বৈঠক গত বছর থেকে শুরু হয়েছে, সেখানে এজেন্ডার বাইরে অন্তর্ভুক্ত করা হয়েছিল দাউদ ইব্রাহিম প্রসঙ্গ। দোভাল মার্কিন নিরাপত্তা এজেন্সির কর্তাদের সঙ্গে বৈঠকে জোর দিয়েছেন এখন সময় এসেছে  আমেরিকার কঠোর হয়ে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।  ভারত ও রাশিয়ার মধ্যে বিগত দেড় বছরে একের পর এক স্ট্র্যাটেজিক চুক্তি হওয়ায় এবং পাকিস্তান ক্রমেই  আর্থিকভাবে খাদের কিনারায় চলে যাওয়ায়, আমেরিকা এখন ভারতকে যে কোনও উপায়ে পাশে রাখতে মরিয়া। সরকারি সূত্রে জানা গিয়েছে, দোভালের নেতৃত্বে মার্কিন সফরে যাওয়া ওই টিম ফিরে আসার পর আবার বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের একটি যৌথ টিম আমেরিকা যাবে। এখানেই শেষ নয়। সেপ্টেম্বর মাসে ভারতে জি ২০ বৈঠক হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াশিংটন সফরে যাবেন বলে জানা গিয়েছে। হোয়াইট হাউসে একটি উচ্চপর্যায়ের বৈঠক হবে। দাউদ ইব্রাহিমকে ভারত ফেরানোর চেষ্টা করছে এবং আমেরিকা সে ব্যাপারে ভারতকে সাহায্য করছে এই বার্তা দেওয়া হবে এই বছর থেকেই। যা লোকসভা ভোটের প্রচারে বিজেপির কাজে লাগবে। দাউদ সংক্রান্ত নথি ও প্রমাণের ফাইল ফের দেওয়া হবে মার্কিন নিরাপত্তা এজেন্সিকে। 

7th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ