বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ফের দিল্লির মেয়র নির্বাচন ভেস্তে গেল

নয়াদিল্লি: এনিয়ে তৃতীয়বার। ফের ভন্ডুল হয়ে গেল দিল্লি পুরসভার মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচন। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ পুরভবনে শুরু হয় মেয়র নির্বাচনের অধিবেশন ডাকা হয়েছিল। কিন্তু হাতাহাতি, চেয়ার ছোড়াছুঁড়িতে জড়িয়ে পড়েন আম আদমি পার্টি (আপ) ও বিজেপি কাউন্সিলাররা। আগের দু’বারের মতো এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ভেস্তে যায় মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচন। ফলে রাজধানীতে মেয়র নির্বাচন নিয়ে জটিলতা বহাল রইল। তবে আদালতের নজরদারিতে যাতে আগামী ১০ দিনের মধ্যে মেয়র নির্বাচন হয়, সেই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের দল। 
এদিন অধিবেশনের শুরুতে প্রিসাইডিং অফিসার সত্য শর্মা ঘোষণা করেন, মেয়র, ডেপুটি মেয়র এবং স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাবেন লেফটেন্যান্ট গভর্নরের মনোনীত ১০ জন অল্ডারম্যান। এই ঘোষণা হতেই হইচই শুরু হয়ে যায়। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন আম আদমি পার্টির কাউন্সিলাররা। স্লোগান, পাল্টা স্লোগান দিতে থাকে আপ এবং বিজেপি। এর কিছুক্ষণ পরেই মেয়র নির্বাচন না করেই মুলতবি হয়ে যায় অধিবেশন। প্রিসাইডিং অফিসার জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লি পুরসভার অধিবেশন স্থগিত থাকবে। 
এর আগে ৬ এবং ২৪ জানুয়ারি দু’বার স্থগিত হয়ে গিয়েছে মেয়র নির্বাচন। গত ৬ জানুয়ারি প্রথমবার পুরসভার অধিবেশন ডাকা হয়। সেদিনও মনোনীত কাউন্সিলারদের ভোটদানের ইস্যুতে তোলপাড় হয় অধিবেশন। আপ-বিজেপির বচসা গড়ায় হাতাহাতিতে। এই পরিস্থিতিতে ২৪ জানুয়ারি দ্বিতীয়বারের মতো অধিবেশন ডাকা হয়। কিন্তু সেদিনও দু’পক্ষের হট্টগোলে ভন্ডুল হয়ে যায় মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচন। এদিন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়া সাংবাদিক সম্মেলনে বলেন, বিজেপি সংবিধান ও আইনের উপর নয়, কেবল গুন্ডামিতে বিশ্বাসী। জোর করে পুরসভা দখল করতে চাইছে। সেজন্য অধিবেশনে হট্টগোল করে মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচন ভেস্তে দিচ্ছে গেরুয়া শিবির। বিজেপির পাল্টা প্রশ্ন, রাজ্যসভায় কোনও বিলের উপর ভোটাভুটির সময় সব সদস্য অংশগ্রহণ করেন। তাহলে দিল্লি পুরসভার ক্ষেত্রে কেন অন্যথা হবে? দিল্লি পুরসভার ২৫০ আসনের মধ্যে এবারের নির্বাচনে আপ ১৩৪টি ওয়ার্ডে জিতেছিলেন আপ প্রার্থীরা। অপরদিকে বিজেপি ১০৪ এবং ৯টি ওয়ার্ডে জয়লাভ করেন কংগ্রেস প্রার্থীরা। 

7th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ