বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

হাইকোর্টে স্বস্তি পরেশ রাওয়ালের 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। গুজরাত বিধানসভা ভোটের প্রচারে বেরিয়ে বাঙালির মাছ খাওয়া নিয়ে কটাক্ষ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন ওই অভিনেতা। আর সেটা প্রচার হতেই নিন্দার ঝড় বয়ে যায় সর্বত্র। তাঁর বিরুদ্ধে তালতলা থানায় অভিযোগ দায়ের করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম। তার জেরে পরেশকে সমন পাঠায় কলকাতা পুলিস। ওই নোটিস চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা। সেই মামলায় তাঁকে আগেই রক্ষাকবচ প্রদানের পাশাপাশি মূল অভিযোগকারী তথা মহম্মদ সেলিমের মতামত জানতে চেয়েছিল আদালত। বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছিলেন, পরেশ রাওয়াল গুজরাতি ভাষায় ওই মন্তব্য করেছিলেন। পরে এ নিয়ে তিনি ক্ষমাও চান। এখন অভিযোগকারীর কাছে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। অভিযোগের প্রেক্ষিতে তিনি আদৌ মামলাটি চালিয়ে যেতে চান কি না তাও জানা জরুরি। সোমবার শুনানিতে বিষয়টি আদালতের বিবেচনার উপর ছাড়েন সেলিমের আইনজীবীরা। এরপরই বিচারপতি মান্থা পরেশের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দেন।

7th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ