বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

চাকরির পিছনে না ছুটে যুবদের পানের
দোকান খোলার পরামর্শ ভাগবতের

মুম্বই: দেশজুড়ে দীর্ঘ হচ্ছে বেকারত্বের ছায়া। এই পরিস্থিতিতে এবার যুবসমাজকে চাকরির পিছনে না ছোটার পরামর্শ দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তাঁর মতে, দেশে শ্রমিকদের যোগ্য মর্যাদা দেওয়া হয় না। সেটাই বেকারত্বের অন্যতম কারণ। আরএসএস প্রধানের কথায়, ‘সমাজের জন্য করা কোনও কাজকে ছোট বা বড় বলে দাগিয়ে দেওয়া যায় না।’ তাই চাকরির পিছনে না ছুটে, যুবসমাজকে যা পাওয়া যায় সেই কাজই করার পরামর্শ দিলেন তিনি।
রবিবার মুম্বইয়ের রবীন্দ্র নাট্য মন্দিরে আয়োজিত সন্ত শিরোমণি রবিদাসের ৬৪৭তম জন্ম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একাধিক বিষয় তুলে আনেন আরএসএস প্রধান। কর্মসংস্থান থেকে জাতিভেদ— বাদ যায়নি কিছুই। বেকারত্ব নিয়ে বলতে গিয়ে ভাগবত বলেন, ‘যে ধরনের কাজই করা হোক না কেন, সেটাকে সম্মান করা উচিত। শ্রমিকদের যোগ্য মর্যাদা না দেওয়াটাই সমাজে বেকারত্ব বৃদ্ধির অন্যতম কারণ। কায়িক শ্রম লাগুক অথবা মেধা— সম্মান সবারই প্রাপ্য।’ পাশাপাশি, চাকরির পিছনে না ছোটার পরামর্শ দিতে গিয়ে ভাগবত বলেন, ‘সবাই চাকরির পিছনে ছোটেন। দেশে সরকারি ক্ষেত্রে ১০ শতাংশ আর অন্যান্য ক্ষেত্রে ২০ শতাংশ কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কোনও সমাজ ব্যবস্থাই জনগণের জন্য ৩০ শতাংশের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে না। রীতিমতো উদাহরণ দিয়ে মোহন ভাগবত জানান, হোটেলে থালা-বাসন ধোয়ার কাজ করা এক যুবক স্বল্প পুঁজি দিয়ে একটি পান দোকান খুলে লক্ষাধিক টাকার সম্পত্তি তৈরি করতে পারেন। কিন্তু, তা সত্ত্বেও দেশের যুবসমাজ চাকরির জন্য দরজায় দরজায় ঘুরে চলেছে। শুধু তাই নয়, কায়িক পরিশ্রমের মর্যাদা না দেওয়ার কারণে আজও দেশের একটা বড় অংশের কৃষক ভালো রোজগার করা সত্ত্বেও বিয়ের জন্য পাত্রী পান না বলেও দাবি করেন আরএসএস প্রধান। স্বাভাবিকভাবেই ভাগবতের মন্তব্য নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিরোধী শিবির। তাদের মতে, দেশের শিক্ষিত যুবসমাজকে চাকরি না খুঁজে পান দোকান খোলার পরামর্শ দিয়েছেন ভাগবত।
কর্মসংস্থানের সঙ্গে সঙ্গেই ভাগবতের বক্তব্যে উঠে আসে জাতপাতের প্রসঙ্গও। ভাগবত স্পষ্ট বলেন, ‘শাস্ত্রের নামে অনেক পণ্ডিত যা বলেন, তা আসলে মিথ্যা। ভগবানের সামনে সকলেই সমান। ভগবান জাতি-ধর্মের ভেদাভেদ তৈরি করেননি। তা করেছেন সমাজের ব্রাহ্মণ-পরোহিতরা।’ 
যদিও পরে ড্যামেজ কন্ট্রোলে নেমে আরএসএস নেতা সুনীল আম্বেদকর জানান, পণ্ডিত বলতে ব্রাহ্মণ নয় আসলে শাস্ত্রজ্ঞদের বোঝাতে চেয়েছেন ভাগবত। উল্লেখ্য, এর আগেও একাধিকবার জাতির ভিত্তিতে সংরক্ষণের বিরুদ্ধে সওয়াল করতে দেখা গিয়েছিল আরএসএস প্রধানকে।

7th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ