বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

‘পরিযায়ী শ্রমিকরা ফের শহরমুখী হবেন, গ্রামে কাজের চাহিদা কমবে’
১০০ দিনের প্রকল্পে বরাদ্দ কমানোর
ব্যাখ্যা মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার

নয়াদিল্লি: এবারের বাজেটে ১০০ দিনের কাজে বরাদ্দ কমানো হয়েছে ৬০ হাজার কোটি টাকা। গ্রামাঞ্চলে এই প্রকল্পে কাজের চাহিদা থাকা সত্ত্বেও এবারের বরাদ্দ গত চার বছরের মধ্যে সর্বনিম্ন। পাশাপাশি, এই নিয়ে টানা দু’বছর একশো দিনের কাজে বরাদ্দ ছাঁটাই করেছে মোদি সরকার। বরাদ্দ ছাঁটাই নিয়ে বিতর্কের মধ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, খাতায় কলমে একশো দিনের প্রকল্পে বরাদ্দ কমানোর অন্যতম কারণ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা ও জল জীবন মিশনে অনেক বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। বাড়ি বানানোর কাজেও লোক লাগে। তাই এই প্রকল্পগুলিতেও গ্রামের মানুষ কাজ পাবেন। আমাদের প্রত্যাশা, আর্থিক বৃদ্ধি ১০ শতাংশে পৌঁছে দেওয়া সম্ভব হবে। গ্রামের পরিযায়ী শ্রমিকরা কাজের সন্ধানে ফের শহরমুখী হবেন। ফলে, পরবর্তী অর্থবর্ষে একশো দিনের প্রকল্পে কাজের চাহিদা অনেকটাই কমবে বলে আমাদের মত। তেমনটা না হলে চাহিদা বিচার করে বরাদ্দ বাড়ানোর সুযোগ থাকছে।
একশো দিনের প্রকল্পের মতোই পিএম কিষান, মিড ডে মিল ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের জন্য বরাদ্দ কমেছে এবার। এবিষয়ে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার যুক্তি, দক্ষতার সঙ্গে প্রকল্পের টাকা খরচে নজর দিচ্ছি আমরা। তাই পিএম কিষানের পুনর্মূল্যায়ণ করা হয়েছে।   

7th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ