বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

দলবিরোধী কাজের অভিযোগ, কংগ্রেস
সাসপেন্ড করল অমরিন্দর সিংয়ের স্ত্রীকে

নয়াদিল্লি: দলবিরোধী কাজের অভিযোগে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের স্ত্রী প্রীনীত কাউরকে সাসপেন্ড করল কংগ্রেস। পাতিয়ালা লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি। আগেই কংগ্রেস ছেড়েছেন অমরিন্দর। হাত শিবিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজে দল গড়লেও পরে নাম লেখান পদ্ম শিবিরে। তাঁর স্ত্রী এতদিন দলে থাকলেও তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের তরফে লাগাতার এমনই অভিযোগ আসছিল দলের শীর্ষ নেতৃত্বের কাছে। শেষপর্যন্ত দলের সাংসদ প্রীনীত কাউরের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের সিদ্ধান্ত নেয় কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটি। সেইমতো শুক্রবার তাঁকে সাসপেন্ড করা হয়। কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য সচিব তারিক আনোয়ার বলেছেন, প্রীনীত কাউরের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বারবার অভিযোগ আসছিল। দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কাছেও এনিয়ে অভিযোগ জমা পড়ে। উত্তর ভারতে তিনি বিজেপির হাত শক্তিশালী করতে তলে তলে কাজ চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে এদিনই প্রীনীত কাউরকে শোকজ করা হয়েছে। কেন তাঁকে দল থেকে বরখাস্ত করা হবে না, তা তিন দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।  তবে দলের সিদ্ধান্ত নিয়ে প্রীনীত কাউরের প্রতিক্রিয়া মেলেনি।   
পঞ্জাবে গত বিধানসভা ভোটের আগে দলের বিধায়কদের বিদ্রোহের কারণে মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়তে হয়েছিল অমরিন্দরকে। ২০২১ সালের নভেম্বরে কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করেছিলেন তিনি। এরপর তিনি রাজ্যে বিধানসভা ভোটের মুখে গঠন করেন পাঞ্জাব লোক কংগ্রেস দল। যদিও ভোটের পর গত বছরের সেপ্টেম্বরে তাঁর সেই দল মিশে যায় বিজেপির সঙ্গে। কংগ্রেস ছাড়ার সময় মূলত রাহুল গান্ধীকেই নিশানা করেছিলেন ক্যাপ্টেন। 

4th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ