বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

 কাশ্মীরের গ্রামে ২০টি বাড়িতে
ফাটল, সরানো হল বাসিন্দাদের
যোশিমঠের ছায়া

ডোডা: যোশিমঠের ছায়া এবার কাশ্মীরে? উপত্যকার ডোডা জেলায় একটি পাহাড়ি গ্রাম ধীরে ধীরে বসে যাচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যেই গ্রামের অন্তত ২০টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। বেশকিছু বাড়ির ফাটল বেশ চওড়া। এলাকার একটি মসজিদেও ফাটল ধরেছে। স্বাভাবিকভাবেই  ভিটে হারানোর ভয়ে আতঙ্কিত বাসিন্দারা। খবর পেয়েই তৎপর হয়েছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি থেকে বাসিন্দাদের তড়িঘড়ি নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। গ্রামে পাঠানো হয়েছে বিশেষজ্ঞ টিম। তারা বিষয়টি খতিয়ে দেখছে। 
ডোডার ডেপুটি কমিশনার বিশেষ মহাজন জানিয়েছেন, ঠিক কী কারণে বাড়িগুলিতে ফাটল ধরেছে, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। তাঁরা রিপোর্ট দেওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এনিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাথরির নয়ি বস্তি গ্রামে প্রায় ৫০টির মতো বাড়ি রয়েছে। 
তাথরির মহকুমা শাসক আথার আমিন বলেছেন, ওই এলাকার মাটি বসে যাচ্ছে কেন, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। ওয়াকিবহাল মহল অবশ্য বলছে, কাশ্মীরের ওই পাহাড়ি গ্রামে রাস্তা নির্মাণের কাজ চলছে। এর জেরে ওই পরিস্থিতি তৈরি হতে পারে। তাছাড়া বৃষ্টির জল চুঁইয়ে চুঁইয়ে ভূগর্ভস্থ মাটি নরম হয়ে গিয়ে একটা বড় এলাকাজুড়ে বসে যাওয়ার ঘটনা ঘটতে পারে। ছবি: পিটিআই

4th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ