বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সমাপ্তি
অনুষ্ঠানে থাকছে ১২ টি বিরোধী রাজনৈতিক দল

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি: গত বছর অর্থাৎ ২০২২ সালের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। শেষ হবে আগামিকাল অর্থাৎ ৩০ জানুয়ারি। জম্মু-কাশ্মীরের শ্রীনগরে হবে কংগ্রেসের এই যাত্রার সমাপ্তি। আগামিকালই শ্রীনগরে হবে একটি জনসভা। যাতে বক্তব্য রাখবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে হাজির থাকতে কংগ্রেসের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল বিরোধী ২১ টি দলকে। যার মধ্যে বেশ কয়েকটি দল সেই আমন্ত্রণে সাড়া দেননি। তবে কংগ্রেসের ডাকে একজোট হয়ে আগামিকালের জনসভায় হাজির থাকতে চলেছে ১২ টি বিরোধী রাজনৈতিক দল। আর এতেই রাজনৈতিক মহল মনে করছে, আসন্ন ২০২৪ –এর লোকসভা নির্বাচনের মহড়া তৈরি হবে জম্মু-কাশ্মীরেই। গতবছরের সেপ্টেম্বর মাসে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা যখন শুরু হয় তখন বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ ছিল কেন্দ্রের শাসক দল বিজেপি। কিন্তু সুদূর কন্যাকুমারী থেকে মোট ১২ টি রাজ্য ও ৩৯৭০ কিলোমিটার পথ অতিক্রম করার সময় এই যাত্রার জনপ্রিয়তা দেশবাসীর চোখে ধরা পড়েছে। যাত্রা যত এগিয়েছে ততই কংগ্রেস কর্মী থেকে সাধারণ মানুষ এমনকী তারকা থেকে খেলোয়াড়রাও যোগ দিয়েছেন। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে গোটা দেশে প্রাসঙ্গিক করে তুলতে সাহায্য করেছে এই যাত্রা মত রাজনৈতিক মহলের একাংশের। তাই কংগ্রেসের তরফেও বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চলছে। যার নিদর্শন আগামিকাল ফের একবার দেখা যাবে শ্রীনগরে। ১৯-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে কর্ণাটকে জেডিএস-কংগ্রেস সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সেই বিরোধী জোট দেখা গিয়েছিল। সালটা ছিল ২০১৮। তারপরে কলকাতায় ব্রিগেডে সেই একই জোট চিত্র দেখা যায় তৃণমূল কংগ্রেসের ডাকা অনুষ্ঠানে। কিন্তু ২০১৯ সালে মোদি ম্যাজিকের কাছে কার্যত খড়কুটোর মত উড়ে যায় সেই বিরোধী জোট। তবে এবার ২০২৪-এর আগে একাধিক ইস্যুকে সামনে রেখে ভারত জোড়ো যাত্রার অছিলায় বিরোধী জোট গড়তে তৎপর কংগ্রেস। তাই আগামিকালের সভাতে সম মনোভাবাপন্ন সমস্ত বিরোধী দলের নেতৃত্বকে যোগদানের অনুরোধ জানিয়ে চিঠি দেয় কংগ্রেস। যাতে অংশগ্রহণ করছে, ডিএমকে, ফারুক আবদুল্লার ন্যাশানাল কনফারেন্সে, মেহবুবা মুফতির পিডিপি, জেএমএম, নীতীশ কুমারের জেডিইউ, আরজেডি, উদ্ধব থ্যাকারের শিবসেনা, এনসিপি, ভিসেকি, সিপিআই, সিপিএম, কেরল কংগ্রেস। এই অনুষ্ঠানে হাজির থাকছে না সপা ও টিডিপি দলের কোনও প্রতিনিধি। তাঁদের তরফে জানানো হয়েছে উপত্যকায় নিরাপত্তার কথা মাথায় রেখে এই অনুষ্ঠানে যাবেন না তাঁরা।

29th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ