বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

আইনমন্ত্রীর সমালোচনায়
অবসরপ্রাপ্ত বিচারপতি

নয়াদিল্লি: কলেজিয়াম ব্যবস্থা নিয়ে কেন্দ্রের সঙ্গে বিচার বিভাগের সংঘাত অব্যাহত। তারই মধ্যে এবার এই ইস্যুতে নাম না করে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুকে একহাত নিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আর এফ নরিম্যান। শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, আইনমন্ত্রী বিচার বিভাগ সম্পর্কে প্রকাশ্যে যেসব মন্তব্য করছেন, তা অনভিপ্রেত। আদালতের রায় ঠিক হোক বা ভুল, তা মেনে চলা তাঁর ‘বাধ্যতামূলক কর্তব্যে’র মধ্যে পড়ে। আইনমন্ত্রীর পাশাপাশি উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকারকেও কটাক্ষ করতে ছাড়েননি বিচারপতি নরিম্যান। কলেজিয়াম ইস্যুতে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে বিচার বিভাগের অবস্থানের সমালোচনা করেছিলেন ধনকার। অবসরপ্রাপ্ত এই বিচারপতির জবাব, মূলগত কাঠামো বজায়ই থাকবে। ঈশ্বরকে ধন্যবাদ।
২০২১ সালের আগস্টে অবসর গ্রহণের সময় বিচারপতি ফলি নরিম্যান নিজেও সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সদস্য ছিলেন। কলেজিয়ামের সুপারিশ করা নাম নিয়ে কেন্দ্র যেভাবে গড়িমসি করছে, তার তীব্র সমালোচনা করেন তিনি। বিচারপতি নরিম্যানের মন্তব্য, কেন্দ্রের এই অবস্থান ‘গণতন্ত্রের জন্য প্রাণঘাতী’। তাঁর সুপারিশ, কেন্দ্রের বক্তব্য পেশের জন্য ৩০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হোক। তা না হলে কলেজিয়ামের সুপারিশগুলিই কার্যকর হয়ে যাবে। আইনমন্ত্রীকে তিনি মনে করিয়ে দেন, অনুচ্ছেদ ১৪৪-এর অধীনে পাঁচ বা তার বেশি সদস্যের বেঞ্চ যখন সংবিধানের ব্যাখ্যা দেয়, সরকারি কর্তৃপক্ষ হিসেবে তা মেনে চলতে আপনি বাধ্য। হয়তো সমালোচনা হতে পারে। আজ সাধারণ নাগরিক হিসেবে আমিও সমালোচনা করতে পারি। কোনও সমস্যা নেই। কিন্তু রায় ঠিক হোক বা ভুল, আপনি সরকারি কর্তৃপক্ষ হিসেবে তা মানতে বাধ্য। এদিকে, সুপ্রিম কোর্টের কর্মপদ্ধতি নিয়ে ফের প্রশ্ন তুললেন আইনমন্ত্রী কিরেন রিজিজু। এক সপ্তাহ আগে বিচারপতি নিয়োগ ইস্যুতে কেন্দ্রের সঙ্গে চলা কথাবার্তা নজিরবিহীনভাবে প্রকাশ করে দিয়েছিল শীর্ষ আদালত। সেই ইস্যুতেই একটি সাক্ষাৎকারে রিজিজু বলেন, কিছু বিষয় থাকে যেগুলি দেশের স্বার্থে সর্বসমক্ষে প্রকাশ করা উচিত নয়। 

29th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ