বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

মুঘল গার্ডেনের নাম বদলে 
অমৃত উদ্যান রাখল কেন্দ্র

নয়াদিল্লি: ঐতিহ্য বিজড়িত রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নামও এবার বদলে দিল মোদি সরকার। নয়া নাম অমৃত উদ্যান। দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে ‘অমৃত মহোৎসব’ পালন করছে কেন্দ্র। এর সঙ্গে সাযুজ্য রেখেই মুঘল গার্ডেনের নাম বদলে অমৃত উদ্যান করা হল বলে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডেপুটি প্রেস সেক্রেটারি নভিকা গুপ্তা বলেন, ‘স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে দেশ। রাষ্ট্রপতি ভবনের বাগানের নাম বদলে অমৃত উদ্যান দিয়েছেন রাষ্ট্রপতি।’ 
সূত্রের খবর, আজ রবিবার অমৃত উদ্যানের সূচনা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৩১ জানুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রায় দু’মাস সাধারণের দর্শনের জন্য এই উদ্যান খুলে দেওয়া হবে। এই সিদ্ধান্তও অভিনব। এতদিন সাধারণ দর্শনার্থীদের একমাসের জন্য এই উদ্যান খুলে দেওয়া হত। নভিকা গুপ্তা আরও জানিয়েছেন, সাধারণ দর্শনার্থীরা দু’মাসের জন্য উদ্যান দর্শনের সুযোগ পেলেও কৃষক, বিশেষভাবে সক্ষমরা যাতে সারাবছর দর্শনের সুযোগ পান, তার পরিকল্পনা করছে সরকার। শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রাষ্ট্রপতি ভবনে বহু উদ্যান রয়েছে। এগুলি ইস্টার্ন লন, সেন্ট্রাল লন, লং গার্ডেন এবং সার্কুলার গার্ডেনে ছড়িয়ে রয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম এবং প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সময় হার্বাল গার্ডেন-১, হার্বাল গার্ডেন-২, টেকটাইল গার্ডেন, বনসাই গার্ডেন এবং আরোগ্য বনম নামে আরও উদ্যান তৈরি হয়েছে।’ ১৯১৭ সাল নাগাদ এই গার্ডেনটির নকশা তৈরি করেছিলেন স্যর এডউইন লুটিয়েন্স। তবে এরও বছর দশেক পরে বাগানে গাছ লাগানো শুরু হয়। মুঘল ও ইংরেজ শৈলীর স্থাপত্যের রীতির সঙ্গে সাযুজ্য রেখেই এই বাগানটি তৈরি হয়েছিল। 

29th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ