বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

উপযুক্ত প্রমাণের অভাব, গুজরাত হিংসায়
২২ জনকে রেহাই আদালতের

আমেদাবাদ: উপযুক্ত প্রমাণ মেলেনি। গুজরাতে গোধরা পরবর্তী হিংসার একটি মামলায় ২২ জন অভিযুক্তকে রেহাই দিল রাজ্যের পঞ্চমহল জেলার হালোল শহরের একটি আদালত। ২০০২ সালের ওই  হিংসার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের ১৭ জনকে খুনের অভিযোগ উঠেছিল। মৃতদের মধ্যে দু’জন শিশুও ছিল। এমনকী প্রমাণ লোপাটের জন্য দেহ জ্বালিয়ে দেওয়ারও অভিযোগ ছিল এই মামলায়। এই ঘটনায় মোট ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না মেলায় তাঁদের বেকসুর খালাস করে দিয়েছে হালোলের আদালত। তবে মামলা চলাকালীন অভিযুক্তদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার হালোলের অতিরিক্ত দায়রা বিচারক হর্ষ ত্রিবেদী এই নির্দেশ দিয়েছেন। জীবিত ১৪ অভিযুক্ত হলেন, কিল্লোল জৈন, মুকেশ ভার্গব, অশোকভাই প্যাটেল, নীরব কুমার প্যাটেল, যোগেশ কুমার প্যাটেল, দীলিপ সিং গোহিল, দীলিপ কুমার ভাট, নসিবদর রাঠোর, অলোকেশ কুমার ভ্যাস, নরেন্দ্র কুমার কাচ্চিয়া, জিনাভাই রাঠোর, অক্ষয় কুমার শাহ, কিরিতভাই যোশি, সুরেশভাই প্যাটেল।

26th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ