বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

তিস্তা ইস্যুতে সুপ্রিম কোর্টে প্রশ্নের
মুখে সিবিআই ও গুজরাত সরকার

নয়াদিল্লি: সমাজকর্মী তিস্তা শেতলবাদের জামিন মামলায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই এবং গুজরাত সরকার। বুধবার ক্ষুব্ধ আদালতের প্রশ্ন, আগাম জামিনে সাতবছর বাইরে থাকার পরেও তিস্তা এবং তাঁর স্বামী জাভেদ আনন্দকে আবার কেন সিবিআই এবং গুজরাত সরকার জেলে পাঠাতে চাইছে? বিচারপতি এস কে কাউল, বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি বি ভি নাগরত্নাকে নিয়ে গঠিত বেঞ্চ জানতে চায়, ‘প্রশ্নটা হল, আপনারা কতদিন একজন ব্যক্তিকে হেফাজতে নিতে পারেন? আগাম জামিন পাওয়ার পরে সাত বছর কেটে গিয়েছে। আপনারা আবার তাঁদের জেলে পাঠাতে চান?’ 
এদিন সওয়াল জবাবে উত্তপ্ত হয়ে ওঠে সুপ্রিম কোর্ট চত্বর। এই মামলায় সিবিআই এবং গুজরাত সরকারের হয়ে সওয়াল করেন আইনজীবী রজত নায়ার। অপরদিকে তিস্তা এবং তাঁর স্বামীর হয়ে মামলা লড়েন আইনজীবী কপিল সিবাল এবং অপর্ণা ভাট। সিবাল বলেন, এসংক্রান্ত একটি মামলায় আগাম জামিন দেওয়া হয়েছে তিস্তাদের। এরপর  চার্জশিট পেশ করে তদন্তকারী সংস্থা। তারপরও নিয়মিত জামিন পেয়েছেন তিস্তা। তাই আগাম জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের মামলা আর ধোপে টেকে না। এই মতের বিরোধিতা করে রজত নায়ার জানান, ‘একটি মামলার ক্ষেত্রে এই জামিন প্রযোজ্য। তাঁদের বিরুদ্ধে আরও অনেক মামলা রয়েছে। সেই মামলাগুলির জন্য আরও কিছু নথি আদালতে জমা দিতে চাই। তাই আমাকে চার সপ্তাহ সময় দেওয়া হোক।’ চার সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে আদালত। 
তিস্তা ও তাঁর স্বামীর বিরুদ্ধে ২০০২ সালে গুজরাতে হিংসা পীড়িতদের জন্য তহবিল আত্মসাতের অভিযোগ সংক্রান্ত তিনটি এফআইআর দায়ের করেছিল গুজরাত পুলিস। সেই মামলাগুলি সম্পর্কে তিস্তা,গুজরাত পুলিস ও সিবিআইয়ের একগুচ্ছ আবেদনের শুনানি এদিন হয় সুপ্রিম কোর্টে। 

26th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ