বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বিক্ষোভের জেরে ইন্দোরে বাতিল
‘পাঠান’, উত্তরপ্রদেশে সতর্ক পুলিস

নয়াদিল্লি: ‘বেশরম রং’ বেশ ক’টি  জায়গায় বিপাকে ফেলল ‘পাঠান’কে। আবার বেশ কিছু ক্ষেত্রে প্রশাসনের সক্রিয়তায় এড়ান গিয়েছে বিক্ষোভ। শাহরুখ খান অভিনীত পাঠান ছবির রিলিজ নিয়ে দুর্যোগের মেঘ জমছিল বেশ কিছু দিন ধরেই। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের পোশাকের বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছিল গেরুয়া সমর্থকরা। হিন্দুত্ববাদীদের হুমকির মুখে বেশ কয়েকটি রাজ্যে সিনেমা হলের বাইরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক পুলিসি ব্যবস্থা করা হয়। তা সত্ত্বেও বুধবার মধ্যপ্রদেশের ইন্দোরের একাধিক সিনেমা হলে বাতিল করা হল ‘পাঠান’-এর শো। হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা ইন্দোরের একটি সিনেমা হলের সামনে জড়ো হয়ে হনুমান চালিশা পাঠ করেন। তাঁদের হাতে লাঠি ছিল বলেও দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। বিক্ষোভকারীরা হলের মধ্যে ঢুকে দর্শকদের বাইরে বেরিয়ে যেতে বলেন। বজরং দলের সদস্যরাও কস্তুর সিনেমা হলের সামনে বিক্ষোভ দেখান। শাহরুখ খানের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায় তাঁদের। দু’টি জায়গাতেই বিশাল পুলিসবাহিনী মোতায়েন করা হয়। জেলা পুলিস জানিয়েছে, বিক্ষোভের কারণে কিছু হলে পাঠানের মর্নিং শো বাতিল করতে হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে শো চলার সিদ্ধান্ত নেওয়া হবে। 
এদিকে, পাঠান রিলিজ নিয়ে বিশৃঙ্খলা এড়াতে উত্তরপ্রদেশের সীতাপুরে ব্যাপক পুলিসি ব্যবস্থা করা হয়েছে। কোথাও তেমন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বরং একদিন আগে মঙ্গলবার পরিস্থিতি ছিল অনেক বেশি উত্তপ্ত। তবে তা ছবি প্রদর্শনীতে ছাপ ফেলতে পারেনি। একটি মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, এদিনের শো ছিল হাউসফুল। সীতাপুরের সার্কেল অফিসার রাজকুমার রাও জানান, শহরের মাল্টিপ্লেক্সগুলিতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 

26th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ