বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ভাত-রুটি নয়, ইট-বালি-পাথর
খে‌য়েই কে‌টে গেল ৩০ বছর

আপনার পছন্দের খাবারের তালিকায় কী থাকতে পারে? বিরিয়ানি, পোলাও, কোরমা, কালিয়ার মতই  বেশ কিছু সুস্বাদু খাবার! তবে জানেন কি এমনও মানুষ রয়েছে যাঁর তালিকায় বিরিয়ানি-পোলাওয়ের মত সুস্বাদু ডিশ তো নেই, এমনকী কোনও খাদ্যদ্রব্যই নেই। বদলে রয়েছে বালি-ইট-পাথর। হ্যাঁ, ঠিকই পড়েছেন! আর এসব খেয়ে ৩০টি বছর দিব্যি পার করে দিয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দা হানস রাজ। আবার শারীরিক ভাবেও দিব্যি সুস্থ রয়েছেন তিনি। নিজেই সে কথা জানিয়ে রাজ বলেন, ৩০ বছর ধরে শুধু ইট, বালি, পাথর খেয়ে বেঁচে আছি। ভাত, ডাল, রুটি কিংবা মাছ-মাংস-ডিম কিছুই খাই না। খাই শুধু বালি, পাথর, ইট। একারণেই তো এলাকায় তিনি ‘স্যান্ডম্যান’ নামেই পরিচিত। কবে থেকে শুরু হল এই অদ্ভুৎ খাদ্যাভ্যাস?  জানা গেল, রাজের যখন বছর ২০ বয়স, তখন থেকে এই খাবার খেয়ে চলেছেন তিনি। এখন বয়স ৫০ এর কোঠায়। এক সাক্ষাত্‍কারে স্যান্ডম্যান বলেন, 'এখন ইট, বালি ও পাথর খাওয়া আমার জন্য খুবই স্বাভাবিক বিষয়। এগুলো খেলে আমি শরীরে শক্তি পাই। এমনকি, আমার পেটে বা দাঁতেও কোনো সমস্যা হয় না। আমার দাঁতগুলো এখনও সুস্থ আছে।' তবে চিকিৎসকেদের মতে, হানস রাজ বিরল ‘পিকা’ রোগে ভুগছেন। এটি একটি মানসিক রোগ। তবে ডাক্তারি মতে, এই রোগে ভুগলে অখাদ্যকে খাবার বলে খাওয়া কোনও অসম্ভব বিষয় নয়। আর সে কারণেই দিনের পর দিন ইট, বালি, পাথর খেয়ে যাচ্ছেন তিনি।

27th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ