বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

গুজরাত ভোটে মেরুকরণই ভরসা বিজেপির

গুয়াহাটি: গুজরাতে ভোটের মধ্যে মেরুকরণই হাতিয়ার বিজেপির। এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সাফ জানালেন, হিন্দুরা সাধারণত গোষ্ঠী সংঘর্ষে জড়ায় না। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই লাভ জিহাদ সহ হিমন্তের একাধিক মন্তব্য নিয়ে সরব হয়েছে বিরোধীরা। সেপ্রসঙ্গে এই বিজেপি নেতা জানান, বাম মনোভাবাপন্ন মানুষ এই মন্তব্যকে সাম্প্রদায়িক বলেই মনে করবেন। কিন্তু, দেশের ভাবাবেগের কথা ভেবেই এই কথা বলেছিলাম। তিনি আরও জানান, এই বিষয়গুলি (লাভ জিহাদ) কারও কারও কাছে রাজনৈতিক তোষণের বিষয়। কিন্তু, এটা মহিলাদের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগের।
সম্প্রতি গুজরাত ভোটের প্রচারে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে ২০০২ সালের গোধরা পরবর্তী হিংসা ইস্যুতে তাঁর মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এদিন সেই প্রসঙ্গে হিমন্ত জানান, ২০০২ সালের হিংসার পর থেকে গুজরাতে শান্তি বিরাজ করছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে সরকার। এরপরই তিনি বলেন, হিন্দুরা শান্তিপ্রিয় জাতি। তারা কোনওরকম গোষ্ঠী সংঘর্ষে জড়ায় না। 

2nd     December,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ