বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

নির্দল প্রার্থী মগনভাইয়ের আড়াই
ফুট লম্বা গোঁফ দেখতেই ভিড়

হিম্মতনগর (গুজরাত): গোঁফের আমি, গোঁফের তুমি, গোঁফ দিয়ে যায় চেনা— তাঁর খ্যাতি গোঁফের জন্যই। ৫৭ বছরের মগনভাই সোলাঙ্কিকে দেখলে তাঁর আড়াই ফুট লম্বা গোঁফটি নজর কাড়বেই। আর এই জনপ্রিয়তাকে হাতিয়ার করেই হিম্মতনগর থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তাঁর কেন্দ্রে নির্বাচন ৫ ডিসেম্বর। কিন্তু, প্রচার জুড়ে ঘুরপাক খাচ্ছে এই গোঁফের প্রসঙ্গই। তাঁকে দেখলে ভোটাররা অমিতাভ বচ্চনের ‘শরাবি’ ছবির অনুকরণে ডায়ালগ আওড়াচ্ছেন— ‘মুছে হো তো ইনকি জ্যায়সি, ওয়ারনা না হো।’ লেফটেন্যান্ট হিসেবে সেনাবাহিনী থেকে তিনি অবসর নিয়েছেন ২০১২ সালে। আর, ২০১৭ সাল থেকেই নেমে পড়েছেন ভোটের ময়দানে। সেবার তিনি লড়েছিলেন গুজরাতের বিধানসভা নির্বাচনে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি ছিলেন নির্দল প্রার্থী। এবার হিম্মতনগর আসন থেকে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমানে এই আসনটি শাসক বিজেপির দখলে রয়েছে।পাশাপাশি, এখানে লড়াইয়ে রয়েছে কংগ্রেসে এবং আম আদমি পার্টিও। কিন্তু, গোঁফের জন্যই প্রচারের সিংহভাগ আলো কাড়ছেন মগনভাই। তিনি বলেছেন, ‘সেনাবাহিনীতে থাকাকালীন এই গোঁফের জন্যই সিনিয়রদের কাছে আমার খ্যাতি ছিল। ভোটের প্রচারেও এই বিশাল গোঁফ দেখেই মানুষ মজা পাচ্ছে। ছোটরা এসে আমার গোঁফটি ছুঁয়ে দেখার চেষ্টা করছে। এত বড় গোঁফ কীভাবে রাখা যায়, অনেকেই আমার কাছে সে বিষয়ে পরামর্শ নিচ্ছে।’ মগনভাইয়ের প্রতিশ্রুতি, ভোটে জিতলে গোঁফ রাখার জন্য তরুণ প্রজন্মকে উৎসাহ দেবেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের সমস্যাগুলিও তুলে ধরবেন। ছবি: পিটিআই 

2nd     December,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ