বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সুনন্দা মৃত্যু: শশীর বিরুদ্ধে
হাইকোর্টে দিল্লি পুলিস

নয়াদিল্লি: সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় শশী থারুরের বিরুদ্ধে হাইকোর্টে গেল দিল্লি পুলিস। গত বছর ১৮ আগস্ট এই মামলায় কংগ্রেস নেতা থারুরকে নির্দোষ ঘোষণা করে নিম্ন আদালত। ট্রায়াল কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছে পুলিস।
বৃহস্পতিবার এই মামলার শুনানির সময় বিচারপতি ডি কে শর্মা দিল্লি পুলিসের কৌঁসুলিকে নির্দেশ দেন, পিটিশনের কপি যেন শশী থারুরের আইনজীবীকে দেওয়া হয়। তার আগেই থারুরের আইনজীবী উচ্চ আদালতে দাবি করেছিলেন, ভুল ই-মেল আইডিতে পাঠানোয়, তাঁরা দিল্লি পুলিসের পিটিশনের কপি পাননি। পাশাপাশি, দিল্লির পুলিসের পিটিশনের পরিপ্রেক্ষিতে থারুরকে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী বছর ৭ ফেব্রুয়ারি।
২০১৪ সালের ১৭ জানুয়ারি রাতে দিল্লির এক বিলাসবহুল হোটেলের ঘর থেকে থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের মৃতদেহ উদ্ধার হয়। সেই সময় এই কংগ্রেস নেতার সরকারি আবাসনের সংস্কার কাজ চলছিল। তাই তাঁরা হোটেলে উঠেছিলেন। সুনন্দা মৃত্যু মামলায় থারুরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ না মেলায় গত বছর নিম্ন আদালতে অভিযোগ মুক্ত হয়ে যান এই কংগ্রেস নেতা।

2nd     December,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ