বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

অভিনেতা দেবেরাকোন্ডাকে
জিজ্ঞাসাবাদ ইডির

হায়দরাবাদ: সিনেমা বানাতে খরচ হয়েছিল প্রায় ৯০ কোটি টাকা। ‘অর্জুন রেড্ডি’ খ্যাত দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার প্রথম হিন্দি ছবি। কিন্তু মুক্তি পেতে না পেতেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে ‘লাইগার’। চূড়ান্ত ফ্লপ। খরচের ৩০ শতাংশও আয় হয়নি। ছবির সঙ্গে যুক্ত সকলেই তুমুল লোকসানের মুখে। এই পরিস্থিতিতে নয়া চাপে অভিনেতা দেবেরাকোন্ডা। অভিযোগ উঠেছে, ওই সিনেমায় হাওলার টাকা লাগিয়েছিলেন তেলেঙ্গানার কোনও এক নামজাদা রাজনীতিবিদ। তার প্রেক্ষিতে বুধবার দক্ষিণী তারকাকে দিনভর জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।  কয়েকদিন আগেই এই অভিনেতার পাশাপাশি ‘লাইগার’ ছবির প্রযোজক চার্মি কাউর এবং পরিচালক পুরী জগন্নাথকে সমন পাঠিয়েছিল ইডি। তাঁরা দু’জনেই ইতিমধ্যে তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ অভিনেতা দেবেরাকোন্ডা কেন্দ্রীয় এজেন্সির দপ্তরে হাজির হন। রাত পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই মামলায় সিনেমার নায়িকা অনন্যা পান্ডেকেও সমন পাঠানো হতে পারে বলে খবর। তিনি বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে। গত ২৫ আগস্ট মুক্তি পায় ‘লাইগার’। বড় বাজেটের ছবিটি ফ্লপ হতেই নেপথ্যে হাওলার টাকা খাটানোর অভিযোগ ওঠে। তারপরই ইডি সেই মামলার তদন্ত শুরু করে।
অন্যদিকে, এদিনই দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অমিত অরোরা নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল ইডি। আম আদমি সরকারের আবগারি শুল্ক নীতি সংক্রান্ত কেলেঙ্কারি নিয়ে সিবিআইও তদন্ত চালাচ্ছে। সম্প্রতি ওই মামলায় অরোরা সহ আরও দু’জনের নামে চার্জশিট পেশ করেছিল সিবিআই। এবার ইডি তাঁকে গ্রেপ্তার করল। অরোরার সঙ্গে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়ার যোগ মিলেছে। তাঁর মদতেই শুল্কনীতিতে কারচুপি হয়েছে বলে অভিযোগ।

1st     December,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ