বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

গুজরাতে নির্বাচনের দায়িত্বে থাকা
জওয়ানের গুলিতে হত ২ আধাসেনা

পোরবন্দর, ২৭ নভেম্বর: ভোটমুখী গুজরাতে অপ্রীতিকর ঘটনা। সহকর্মীদের ছোড়া গুলিতে প্রাণ গেল দু’জন ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবি) জওয়ানের। জখম হয়েছেন আরও দু’জন। তাঁদের স্থানীয় জামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল, শনিবার ঘটনাটি ঘটেছে গুজরাতের পোরবন্দরে। টুকড়া গোসা গ্রামে তাঁরা কর্তব্যরত অবস্থায় ছিলেন। তখনই কোনও কারণে দুই জওয়ানের মধ্যে বচসা বেধে যায়। এক জওয়ান তাঁর বন্দুক থেকে গুলি চালাতে শুরু করেন। মৃত জওয়ানরা মণিপুর ব্যাটালিয়ানের অংশ বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের তরফে ভোটের জন্য এই জওয়ানদের গুজরাতে পাঠানো হয়েছিল। দু’দফার বিধানসভা নির্বাচনে ১ ডিসেম্বর পোরবন্দরে ভোটগ্রহণ। বিবৃতি দিয়ে পুলিস জানিয়েছে, অভিযুক্ত জওয়ান থার্ড আইআরবির রাইফেলম্যান কনস্টেবল। তাঁর একে-৪৭ রাইফেল থেকে গুলি চালান। ঘটনাস্থলেই দু’জন আধাসেনার মৃত্যু হয়। জখম দু’জন কনস্টেবল থার্ড ও ফোর্থ আইআরবির জওয়ান। প্রত্যেকেই মণিপুরের বাসিন্দা। পোরবন্দরে একটি সাইক্লোন সেন্টারে ছিলেন তাঁরা। ঠিক কী কারণে গুলি চলে? ঘটনার তদন্ত হবে বলে জানা গিয়েছে। গুজরাতে মোট দুদফায় নির্বাচন। যার মধ্যে আগামী ১ ডিসেম্বর প্রথম দফার ভোটগ্রহণ করা হবে পোরবন্দরে।

27th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ