বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

নামতা বলতে না পারায় হাতে
ড্রিল চালিয়ে পড়ুয়াকে শাস্তি

কানপুর: দুইয়ের ঘরের নামতা ঠিকমতো বলতে পারেনি পঞ্চম শ্রেণির এক ছাত্র। এই অপরাধে তাকে মারাত্মক শাস্তি দিলেন স্কুলের ইনস্ট্রাক্টর। অভিযোগ, নয় বছর বয়সি ওই বালকের বাঁ হাতে ড্রিল চালিয়ে দেন তিনি। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের প্রেমনগরের একটি প্রাথমিক বিদ্যালয়ের। শুক্রবার অভিযুক্তের শাস্তির দাবিতে স্কুলের বাইরে বিক্ষোভ দেখান আহত পড়ুয়ার মা-বাবা। তারপরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে অনুজ পাণ্ডে নামে ওই ব্যক্তিকে। জানা গিয়েছে, শুধুমাত্র স্কুলের গ্রন্থাগারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন অভিযুক্ত। ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছেন প্রাথমিক শিক্ষা আধিকারিক সুরজিৎকুমার সিং।  
পুলিস সূত্রে খবর, ঘটনার দিন গ্রন্থাগারের রক্ষণাবেক্ষণের কাজের তদারকি করছিলেন অনুজ। তখনই পাশ দিয়ে যাচ্ছিল পঞ্চম শ্রেণির ওই পড়ুয়া। তাকে দেখতে পেয়ে দুইয়ের ঘরের নামতা জিজ্ঞেস করেন অভিযুক্ত। কিন্তু সঠিকভাবে উত্তর দিতে পারেনি সে। তাতেই চটে যান অনুজ। শাস্তি হিসেবে ড্রিল চালিয়ে দেন পড়ুয়ার বাঁ হাতে। সেই সময় পাশেই দাঁড়িয়েছিল স্কুলের আরেক ছাত্র। সময়মতো ড্রিলের প্লাগ খুলে দেয় সে। কিন্তু ততক্ষণে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে তার সহপাঠীর হাত। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ড্রিল হাতে নিয়ে বাচ্চাটিকে ভয় দেখাতে চেয়েছিলেন অনুজ। কিন্তু ভুলবশত সেটি চালু হয়ে যায়। অভিযোগ, বাকি শিক্ষকরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। প্রাথমিক চিকিৎসার পর ওই পড়ুয়াকে বাড়িতে পাঠিয়ে দেন তাঁরা। দেওয়া হয়নি টিটেনাস ইঞ্জেকশন। মা-বাবাকে গোটা ঘটনা খুলে বলে বালকটি। পরের দিন অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা আধিকারিক সুরজিৎকুমার সিং বলেন, ওই ইনস্ট্রাক্টরকে বহিষ্কার করা হয়েছে। তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার পরামর্শ পেয়েছি। তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। 

27th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ