বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ইমামভাতার নির্দেশ সংবিধানের
পরিপন্থী, জানালেন সিআইসি

 

নয়াদিল্লি: মসজিদের ইমামদের ভাতা দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ সংবিধানকে লঙ্ঘন করেছে। এই ধরনের নির্দেশ দেশে ভুল নজির তৈরি করে। এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় তথ্য কমিশনার (সিআইসি) উদয় মাহুরকর। ১৯৯৩ সালে একটি মামলায় ওয়াকফ বোর্ডকে মসজিদের ইমামদের বেতন প্রদানের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে এসংক্রান্ত একটি আবেদন জানিয়েছিলেন এক সমাজকর্মী। তিনি জানতে চান, দিল্লি সরকার ও দিল্লি ওয়াকফ বোর্ডের তরফে ইমামদের কত বেতন দেওয়া হয়? ওই আবেদনের শুনানিতে এই মন্তব্য করেন তথ্য কমিশনার। তিনি জানিয়েছেন, নির্দিষ্ট কোনও ধর্মীয় সম্প্রদায়ের জন্য করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না। সুপ্রিম কোর্টের এই ধরনের নির্দেশ দেশে নেতিবাচক নজির তৈরি করে। এর জেরে অপ্রয়োজনীয় রাজনৈতিক চর্চা শুরু হয়। সেইসঙ্গে সামাজিক সম্প্রীতিকেও ব্যাহত করে। উদয় জানিয়েছেন, তাঁর রায়ের একটি কপি কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে।

27th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ