বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

গুজরাত মডেল নয়, মোদির
রাজ্যে মমতাই ভরসা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গুজরাত মডেলের নামগন্ধ নেই। বরং প্রধানমন্ত্রীর রাজ্যে বিজেপির ভোট-প্রতিশ্রুতিতে এবার ‘দুয়ারে রেশন’ থেকে ‘কন্যাশ্রী’র ছায়া। তবে কি গুজরাত মডেলের কথা শুধু অন্য রাজ্যের নির্বাচনী প্রচারে গিয়ে বলাই নিয়ম? গুজরাতিদের মনের চিঁড়ে কি তাতে ভিজবে না? অন্তত তেমনই সংশয় দেখা দিয়েছে শনিবার গুজরাতে বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ হওয়ামাত্র। কারণ ইস্তাহারে মোদিরাজ্যের ভোটে জিততে বিরোধী রাজ্য বাংলার মডেলই ধার করতে হয়েছে গেরুয়া শিবিরকে!
ইস্তাহারে ৪০টি গ্যারান্টি উপহার প্রকাশ করেছে বিজেপি। সেগুলির অধিকাংশই কার্যত আর যাই হোক, গুজরাত মডেল নয়। একাধিক প্রতিশ্রুতিই বাংলা মডেল। যেমন, আদিবাসী অধ্যুষিত, প্রান্তিক এলাকা এবং দূরবর্তী জনপদে বাড়ি বাড়ি পৌঁছে যাবে রেশন। প্রত্যেক মেধাবী ছাত্রী পাবে স্কুটি। ছাত্রীদের স্নাতকোত্তর স্তর পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় কোনও অর্থব্যয় হবে না। এগুলি যে দুয়ারে রেশন, সবুজসাথী এবং কন্যাশ্রীর অনুকরণে, তা বলাই বাহুল্য। তবে পার্থক্য আছে। সবুজসাথী পায় সব ছাত্রী। কিন্তু গুজরাতে স্কুটি পাবে মেধাবী ছাত্রীরা। মেধাবীর মাপকাঠি কী? সেটা পরে স্থির করা হবে।
সোজা কথায়, উন্নয়নের প্রচারে ভরসা করতে পারছেন না স্বয়ং প্রধানমন্ত্রী। তাই বছরভর অমৃতকালের প্রচারে মশগুল থেকেও নিজের দুর্গ গুজরাতে ফের সরকার গড়তে তাঁর ভোট উপহারের রোলমডেল সেই বাংলা। শেষ বিচারে সাধারণ মানুষের কাছে যে মূল্যবৃদ্ধি ও বেকারত্বই যে একমাত্র কাঁটা, সেটা হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন তিনি। তাই ইস্তাহারে ঘোষণা, গুজরাতে আবার ক্ষমতায় এলে আগামী ৫ বছরে ১ লক্ষ মহিলাকে চাকরি দেওয়া হবে। আদিবাসীদের মন জয়ে সংশ্লিষ্ট এলাকায় ৮টি মেডিক্যাল কলেজ, ১০টি নার্সিং ও প্যারামেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কথাও বলা হয়েছে। 
এছাড়া ইস্তাহারে বয়স্ক মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মোদির দল। সেটাও দিল্লি মডেল অনুসরণে। গুজরাতে আপের আগ্রাসী প্রচারে বিজেপি এবার অনেকটাই শঙ্কিত। অরবিন্দ কেজরিওয়াল যথারীতি প্রচারে বলে দিয়েছেন, ক্ষমতায় এলে বিদ্যুৎ ফ্রি। প্রধানমন্ত্রী অবশ্য এসবকে রেউড়ি সংস্কৃতি আখ্যা দিয়েছেন। এব্যাপারে বিধিনিষেধ জারির কথা ভাবতে বলেছেন নির্বাচন কমিশনকে। অথচ তাঁর দলই এখন সেকথা মানছে না।

27th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ