বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

জেল সুপারের সঙ্গে বৈঠক সত্যেন্দ্রর
ভিডিও ঘিরে ফের আপ-বিজেপি বাগযুদ্ধ
মানুষ জবাব দেবে: কেজরিওয়াল

নয়াদিল্লি: জেলবন্দি। কিন্তু, ‘বিধি ভেঙে’ সেলের মধ্যেই বৈঠক করছেন জেল সুপারের সঙ্গে। রয়েছেন অতিথিরাও। তিহার জেলে বন্দি  দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের এমনই একটি ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সিসি ক্যামেরার নয়া ফুটেজ তুলে ধরে আম আদমি পার্টি (আপ)-কে কড়া ভাষায় আক্রমণ করেছে গেরুয়া শিবির। শনিবার পাল্টা তোপ দেগেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। তাঁর মতে, সামনের মাসের শুরুতেই দিল্লিতে পুর নির্বাচন। ভোট বৈতরণী পার হতেই বিজেপি এসব ভিডিও প্রকাশ্যে আনছে। তবে এর পাল্টা আপের হাতিয়ার সরকারের উন্নয়নমূলক প্রকল্প। কেজরিওয়াল বলেন, আসন্ন নির্বাচনে বিজেপির ১০টা ভিডিওর সঙ্গে আপ সরকারের ১০টি উন্নয়ন মূলক প্রকল্পের লড়াই হতে চলেছে। ৪ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। ওই দিনই দিল্লির মানুষ এই সব ভিডিওর জবাব দেবেন। 
আর্থিক তছরুপ মামলায় গত জুন মাস থেকে জেলে রয়েছেন দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈন। সেখানে তিনি ভিআইপি আতিথেয়তা পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। যদিও তা উড়িয়ে দিয়েছেন কেজরিওয়াল। তাঁর দাবি, নিয়ম বহির্ভূত কোনও সুবিধাই পাননি সত্যেন্দ্র। এরই মধ্যে একের পর এক ভিডিও প্রকাশ্যে আসতে শুরু করে। কোনওটিতে দেখা যাচ্ছে, সেলের মধ্যেই এক ব্যক্তি মন্ত্রীর পা টিপে দিচ্ছেন। আর একটি ভিডিও জেলবন্দি সত্যেন্দ্রকে ‘রাজকীয়’ খাবার খেতে দেখা গিয়েছে বলে দাবি। সদ্য প্রকাশ্যে আসা ভিডিওটি ১০ মিনিটের। গত ১২ সেপ্টেম্বরের রাত আটটার সময় রেকর্ড করা। তাতে দেখা গিয়েছে, সত্যেন্দ্র তাঁর বিছানায় গা-এলিয়ে বসে রয়েছেন। সাধারণ পোশাক পরা তিন ব্যক্তি তাঁর সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণ পর ওই সেলে হাজির হন সাত নম্বর জেলের তত্কালীন সুপারিনটেনডেন্ট অজিত কুমার। তিনি প্রবেশ করতেই ওই তিনজন সেখান থেকে বেরিয়ে যান। এই ভিডিও সামনে আসায় ফের সরব হয়েছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, জেলে নিয়ম ভেঙে অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সত্যেন্দ্রকে। যদিও ফের তা খারিজ করে দিয়েছে আপ শিবির।  

27th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ