বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

মুম্বই হামলার চক্রীদের বিরুদ্ধে
ব্যবস্থা নিতেই হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি: চোখের জলে শনিবার মুম্বই হামলায় মৃতদের শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশ। ১৪ বছর আগে এই ২৬ নভেম্বর পাকিস্তানি জঙ্গিদের হামলায় কেঁপে উঠেছিল বাণিজ্য নগরী। প্রাণ গিয়েছিল ১৬৬ জন নিরীহ মানুষের। জখম হয়েছিলেন ৩০০-র বেশি। এখনও সুবিচার পাননি স্বজনহারারা। মুম্বই হামলার ১৪তম বর্ষপূর্তিতে সে কথাই মনে করিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার তাঁর টুইট, ‘যারা এই হামলার পরিকল্পনা করেছিল এবং হামলার সঙ্গে যুক্ত ছিল, তাদের কাঠগড়ায় তুলতেই হবে।’ 
শুক্রবার রাষ্ট্রসঙ্ঘে মুম্বই হামলায় জড়িতদের শাস্তি দেওয়া নিয়ে নাম না করে চীনের বিরুদ্ধে সরব হয় ভারত। দিল্লির স্পষ্ট বক্তব্য, রাজনৈতিক কারণে দোষীদের শাস্তি দেওয়া যাচ্ছে না। তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে। এরা এখনও সীমান্ত পার করে সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। উল্লেখ্য, ভারত ও আমেরিকা বিভিন্ন সময়ে পাকিস্তানি জঙ্গিদের আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সেই প্রচেষ্টা ভেটো দিয়ে বারবার রুখে দিয়েছে চীন। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর টুইট, ‘২৬/১১-র জঙ্গি হামলায় মৃতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সারা দেশ। স্বজন হারানো পরিবারগুলিকে সমবেদনা জানাই।’ নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। মহারাষ্ট্রে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি এবং মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে জঙ্গি হামলায় নিহতদের প্রতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানান মৃতের পরিবারের সদস্যরাও। তবে জুতো না খুলে নিহতদের শ্রদ্ধা জানানোয় রাজ্যপাল কোশিয়ারির তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। ২০০৮ সালে সমুদ্র পথে মুম্বইতে প্রবেশ করে ১০ পাকিস্তানি জঙ্গি। ২৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, ওবেরয় ট্রাইডেন্ট, তাজ মহল প্যালেস ও টাওয়ার, লিওপোল্ড ক্যাফে, কামা হাসপাতাল, নরিম্যান হাউস জিউস কমিউনিটি সেন্টারে অকাতরে গুলি চালায় তারা। ১৬৬ মানুষের পাশাপাশি প্রাণ হারান ১৮জন নিরাপত্তা আধিকারিক। 
ছত্রপতি শিবাজি টার্মিনাসে ২৬/১১ জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে আরপিএফের দু’টি স্নিফার ডগ।-পিটিআই

27th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ