বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার রাহুলকে
খুনের হুমকি চিঠি দেওয়া ব্যক্তি

ইন্দোর, ২৫ নভেম্বর: কন্যাকুমারী থেকে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। শেষ হবে কাশ্মীরে। সেই যাত্রার প্রধান মুখ রাহুল গান্ধীকে খুনের হুমকি চিঠি আসে কিছুদিন গেই। মধ্যপ্রদেশের ইন্দোরে প্রবেশ করলেই রাহুল গান্ধীকে বোমা মেরে খুন করা হবে, এই মর্মেই চিঠি পাঠানো হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তে নামে পুলিস। গতকাল, বৃহস্পতিবার রাহুলকে হুমকি চিঠি পাঠানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। মধ্যপ্রদেশের উজ্জয়নী জেলার নাগড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তারপরে ইন্দোর পুলিসের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। হুমকি চিঠির খবর পাওয়া মাত্রই প্রায় ২০০ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মধ্যপ্রদেশ পুলিস। একাধিক হোটেল ও রেল স্টেশনেও তল্লাশি চালানো হয়। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পুলিস জেরায় জানতে পেরেছে যে, এর আগেও একাধিক ব্যক্তিকে খুনের হুমকি চিঠি দিয়েছে ধৃত ব্যক্তি। মধ্যপ্রদেশ থেকে অভিযুক্ত গ্রেপ্তার হলেও আদপে উত্তরপ্রদেশের রায়বরেলির বাসিন্দা। মধ্যপ্রদেশ পুলিস জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি গতকাল, মধ্যপ্রদেশের এক স্টেডিয়ামে হাজির ছিল। সেই স্টেডিয়ামে কংগ্রেসের অনুষ্ঠান চলছে যাতে অংশগ্রহণ করার কথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথের। রাহুল গান্ধী এই হুমকি চিঠি প্রসঙ্গে আগেই জানিয়েছিলেন, এসবের পরোয়া তিনি করেন না। একটি উদ্দেশ্য নিয়ে ভারত জড়ো যাত্রা তিনি শুরু করেছেন সেটা চলবেই।

25th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ