বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে মতভেদ
বাড়ছে মেয়ের, দলে ভাঙনের শঙ্কা

হায়দরাবাদ: এবার কি কেসিআরের ঘরে ভাঙন? তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে তাঁর মেয়ে কবিতার মতানৈক্য তীব্র হয়েছে। জল্পনা ছড়ানোর কারণ, কেসিআরের স্বপ্নের জাতীয় দল ঘোষণার মঞ্চে দেখা গেল না বিধান পরিষদের সদস্য কবিতাকে। শুধু তাই নয়, মুনুগোবের উপনির্বাচনে দলের তরফে দায়িত্বপ্রাপ্তদের যে তালিকা তৈরি হয়েছে, সেখানে নাম নেই কবিতার। ৩ নভেম্বর ওই উপনির্বাচন হবে। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি ওই নির্বাচনে দায়িত্ব দিয়েছে চন্দ্রশেখরের ছেলে তথা রাজ্যের মন্ত্রী কেটিআরকে। দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন এক ঝাঁক মন্ত্রী, বিধায়ক ও এমপি। রয়েছেন মহিলা নেত্রীরাও। কিন্তু কেসিআর শুধু বাদ দিয়েছেন কন্যাকে।  দশেরার দিনই ভারত রাষ্ট্র সমিতি নামে জাতীয় দল তৈরির কথা ঘোষণা করেছেন চন্দ্রশেখর রাও। সেদিনের অনুষ্ঠানে দেখা যায়নি কবিতাকে। উল্টে টুইটারে নিজের ঘরে দশেরা পালনের ছবি পোস্ট করেছিলেন তিনি। আর তারপরেই দলের গুরুত্বপূর্ণ জেনারেল বডি বৈঠকে গরহাজির থাকলেন তিনি। স্বভাবতই বিরোধীরা বিষয়টিকে ইস্যু করতে শুরু করেছেন। কবিতা কি দল ছাড়বেন? এই প্রশ্নে চুপ ভারত রাষ্ট্র সমিতি। এমনকী কবিতার অফিস থেকেও এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।

7th     October,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ