বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বঞ্চনার অভিযোগ তুলে ফের সরব
পঙ্কজা মুন্ডে, চরম অস্বস্তিতে বিজেপি

মুম্বই: বঞ্চনার অভিযোগ তুলে ফের সরব। বিজেপির শীর্ষ নেতৃত্বকে আরও একবার বিঁধলেন পঙ্কজা মুন্ডে। টিকিটের জন্য দলে কারও কাছে মাথানত করবেন না ক্ষোভ উগরে দিলেন তিনি। প্রয়াত মন্ত্রী গোপীনাথ মুন্ডের মেয়ে বার বার দলের বিরুদ্ধে মুখ খোলায় চরম অস্বস্তিতে মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্ব।
বৃহস্পতিবার পঙ্কজা জানান, ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য তিনি প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দল টিকিট দিলেই তিনি ভোটে লড়বেন। এরপরই তাঁর সংযোজন, ‘তবে আমি কারও কাছে মাথা নত করব না। পদ ও ক্ষমতার জন্য আমি লালায়িত নই।’ বর্তমানে মন্ত্রী, বিধায়ক, সাংসদ না হয়েও যে, তাঁর জনপ্রিয়তা অটুট, সেকথা জানাতেও ভোলেননি তিনি।
এদিন মহারাষ্ট্রের বিদ জেলায় বার্ষিক ভগবান ভক্তি গড় শোভাযাত্রায় অংশ নেন পঙ্কজা। তিনি বলেন, ‘কোনও পদে না থাকা সত্ত্বেও যেভাবে মানুষ আমাকে সমর্থন জানিয়েছেন, তাতে আমি আপ্লুত।’ রাজনৈতিক মহলের মতে, প্রার্থী হওয়ার জন্য কারও সামনে মাথা নত করব না বলে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকেই নিশানা করলেন গোপীনাথ-কন্যা। একসময় বিজেপি-শিবসেনা জোটের দেবেন্দ্র ফড়নবিশ সরকারের মন্ত্রী ছিলেন পঙ্কজা। তবে, এরপর তাঁর গুরুত্ব কমতে থাকে। ২০১৯ লোকসভা নির্বাচনে পারলি কেন্দ্রে এনসিপি প্রার্থী তথা তুতো ভাই ধনঞ্জয় মুণ্ডের কাছে হেরে যান তিনি।  ২০২০ সালে 
তাঁকে দলের সর্বভারতীয় সম্পাদক করা হয়। তবে তাঁকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে থাকেন তিনি। সেইসঙ্গে রাজ্যেই কাজ করতে চান বলে দলকে জানিয়েছেন পঙ্কজা। ছবি: পিটিআই

7th     October,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ