বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সম্পর্কে নেই কোনও সমস্যা, টুইট বিতর্কের
জল্পনা উড়িয়ে দিলেন দীপিকা-রণবীর

মুম্বই: একটা উড়ো টুইট। আর তা থেকেই বি-টাউনে জল্পনার শুরু। তাহলে কি রণবীর সিং আর দীপিকা পাডুকোনের সম্পর্কে চিড়? কারণ ওই টুইটে লেখা ছিল, বলিউডের এই সেলিব্রিটি দম্পতির বৈবাহিক রসায়ন ধাক্কা খেয়েছে। এতদিনের সম্পর্ক কী তাহলে শেষ হয়ে যাচ্ছে? এইসব নানা জল্পনায় অবশেষে রণবীর-দীপিকা যৌথভাবে ইতি টানলেন। আর মাধ্যম সেই টুইট। শুক্রবার সন্ধ্যায় ভালোবাসার প্রতীক গোলাপি রঙের পোশাকে রণবীর একটি ছবি পোস্ট করেন। আর সেই ছবিতে মন্তব্য করেন দীপিকা। পাল্টা রণবীরও স্মাইলি দিয়ে ভালোবাসার উত্তর দিয়েছেন। ব্যস। এতেই স্পষ্ট যে দু’জনের মধ্যে এখনও সবকিছু শেষ হয়ে যায়নি। বরং সবই ঠিক আছে। 
২০১৮ সালের ১৪ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন এই বলিউড নায়ক-নায়িকা। তার আগে পাঁচ বছর তাঁরা সম্পর্কে ছিলেন। ২০১৩ সালে সঞ্জয়লীলা বনসালির এক ছবিতে অভিনয়ের সূত্রে দুই তারকার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সেই থেকেই সম্পর্কের শুরু। সেই হিসেবে প্রায় ন’বছর তাঁদের কাছাকাছি থাকা। সম্প্রতি ওই টুইট ঘিরে তারকা দম্পতির ভক্তকুলের মনখারাপ হয়ে গিয়েছিল। অবশেষে তার অবসান ঘটল। যদিও নেটিজেনদের মধ্যে অনেকেই বলছেন,  দীপিকা-রণবীরের সম্পর্ক নিয়ে নানা ধরনের জল্পনা ছড়াচ্ছিল। সেটি বন্ধ  করতেই এমন টুইট চালাচালি করলেন এই তারকা দম্পতি।

2nd     October,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ