বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ভারতে ৫জি পরিষেবার সূচনা
মোদিকে ডেমনস্ট্রেশন ৩ টেলিকম সংস্থার

নয়াদিল্লি: দেশের টেলিকম প্রযুক্তিতে নতুন যুগের সূচনা হল আজ। দিল্লির প্রগতি ময়দানের একটি প্রদর্শনী থেকে ভারতে ৫জি পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর সঙ্গেই যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির নতুন দীগন্ত খুলে গেল দেশে। এবার ধীরে ধীরে ভারতের ব্যবসায়ীক প্রতিষ্ঠান, প্রশাসন ও পরবর্তীকালে সাধারণ নাগরিকাও ৫জির দ্রুততা, নির্ভুল ও বিশ্বাসযোগ্য প্রযুক্তির সুবিধা পাবে। প্রথম ধাপে দেশের দিল্লি, মুম্বই ও কলকাতা সহ ১৩টি শহরে এই পরিষেবা চালু হবে। উল্লেখ্য, নয়াদিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিমধ্যেই চালু হয়েছে ৫জি পরিষেবা। আজ, নয়াদিল্লির প্রগতি ময়দানে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও রিসায়েন্স জিও-র কর্ণধার মুকেশ আম্বানি। আজ প্রধানমন্ত্রীকে ৫জি প্রযুক্তির বিভিন্ন দিকের ডেমো দেখায় দেশের তিনটি মুখ্য টেলিকম সংস্থা। রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল ও ভি শিক্ষা সহ একাধিক ক্ষেত্রে ৫জির উপযোগিতার ব্যবহারিক উদাহরণ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে। কৃষিক্ষেত্রে শক্তিশালী ড্রোনের ব্যবহার থেকে উচ্চ নিরাপত্তার রাউটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সাইবার থ্রেট ডিটেকশন থেকে স্বনিয়ন্ত্রীত যানবাহন, ইত্যাদি নানা কাজে ৫জির উপযোগিতা আজ সরাসরি প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল রিয়ালিটি ও স্বাস্থ্য পরিষেবাতেও ৫জি বিশেষ কাজে আসবে। প্রসঙ্গত, প্রথমে ব্যবসায়িক ও প্রশাসনিক ক্ষেত্রে ৫জির ব্যবহার শুরু হলেও খুব শীঘ্রই তা জনসাধারণের ব্যবহারের জন্য বাজারে আনবে লাইসেন্স প্রাপ্ত টেলিকম সংস্থাগুলি। তখন একটি তিন ঘণ্টার সিনেমা ৩ সেকেন্ডেও ডাউনলোড সম্ভব হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, পৃথিবীর ষষ্ঠ দেশ হিসেবে ৫জি-র এন্ড টু এন্ড এনক্রিপশনে সক্ষম হয়েছে ভারত। যুক্তরাষ্ট্রও এই ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে।

1st     October,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ