বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

নাগাল্যান্ডে আফস্পার মেয়াদ
আরও ৬ মাস বাড়াল কেন্দ্র

নয়াদিল্লি: নাগাল্যান্ডে ফের বাড়ল আফস্পার মেয়াদ। আজ, একটি নির্দেশিকায় উত্তরপূর্বের রাজ্যটিতে আগামী ৬ মাসের জন্য আফস্পার মেয়াদ বৃদ্ধির কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, আজ অর্থাৎ ১ অক্টোবর থেকে ২০২৩ এর ৩০ মার্চ মাস অবধি নাগাল্যান্ডে আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট(আফস্পা) লাগু থাকবে। নাগাল্যান্ডের পূর্ববর্তী ৯টি জেলাতেই ভারতীয় নিরাপত্তাবাহিনীকে এই বিশেষ ক্ষমতা প্রদানকারী আইন জারি থাকবে বলে খবর। ডিমাপুর, নিউল্যান্ড, চুমউকেডিমা, মোন, কিফিরে, নোকলাক, ফেক, পেরেন ও জুনহেবোটো, এই জেলাগুলিতে থাকছে আফস্পা। এছাড়াও এবার আফস্পার এক্তিয়ার বাকি ৪টি জেলার আরও ১৬টি থানায়  বাড়িয়েছে কেন্দ্র। উল্লেখ্য, ১৯৫২ সালে প্রথমবারের জন্য নাগাল্যান্ডে আফস্পা লাগু হয়। জাতীয় নিরাপত্তার স্বার্থে গত বছর ডিসেম্বর মাসেও ৬ মাসের জন্য বাড়ানো হয় এই বিশেষ আইনের মেয়াদ। এবার সেই মেয়াদ শেষ হওয়ায় তা আরও ৬মাস বাড়ানো হল। উত্তরপূর্বে ও দেশের অন্যান্য অংশে এই আইনের বৈধতা নিয়ে বহুবার প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। তবু কাশ্মীর সহ বহু এলাকায় প্রয়োজন মত এই আইন প্রয়োগ করেছে ভারত সরকার।

1st     October,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ