বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

‘ভুল খাবার খেলে বিপথে চালিত হবেন’,
আমিষাশীদের বার্তা আরএসএস প্রধানের

নাগপুর: মাছ-মাংস খাওয়া মানুষদের আহারের সময় শঙ্খলা মেনে চলা উচিত। কারণ ভুল খাবার খেলে তাঁরা ভুল পথে চালিত হতে পারেন। তাই তামসিক খাদ্য যত কম খাওয়া যায় ততই ভালো। এমনই অভিমত দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। ব্যক্তিত্বের বিকাশ নিয়ে কথা বলতে উঠে দেশের একাংশ মানুষের খাদ্যাভ্যাসের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। 
বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাগপুরে একটি সভার আয়োজন করেছিল সঙ্ঘের সহযোগী সংগঠন ভারত বিকাশ মঞ্চ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে দেশের আমিষাশী মানুষদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি আপনি ভুল খাবার খান তাহলে সেটি আপনাকে বিপথে চালিত করতে পারে। তাই ‘তামসিক’ খাবার খাওয়া উচিত নয়। এমন খাদ্য গ্রহণ করা উচিত নয় যাতে জীবের ক্ষতি হয়।’ নিজের বক্তব্যে পশ্চিমের দেশগুলির আমিষাশীদের সঙ্গে ভারতের মাছ-মাংস খাওয়া মানুষের তুলনা করেন ভাগবত। যদিও এক্ষেত্রে কিছু তফাতের কথা উল্লেখ করেন তিনি। ভাগবতের কথায়, ‘বিশ্বের নানান প্রান্তের মানুষদের মতো আমাদের দেশেও বহু আমিষাশী রয়েছেন। কিন্তু এদেশের আমিষ খাওয়া মানুষরা অনেক বেশি সংযমী। তাঁরা অনেক নিয়ম মেনে চলেন। গোটা শ্রাবণ মাসজুড়ে তাঁরা আমিষ খান না। এমনকী সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবারও বহু মানুষ মাছ-মাংস গ্রহণ করেন না। নিজে থেকেই এই নিয়ম তাঁরা মেনে চলেন।’ এদিন ভাগবতের কথায় উঠে আসে আধ্যাত্মিকতার প্রসঙ্গও। তিনি বলেন, ‘আধ্যাত্মিকতাই ভারতের আত্মা। বিপদের সময় শ্রীলঙ্কা ও মালদ্বীপকে আমরাই সাহায্য করেছিলাম। অন্য দেশগুলি সেখানে শুধু দেখেছে নিজেদের বাণিজ্যিক স্বার্থ।’

1st     October,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ