বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সাসপেন্ড করা হল পুলিস অফিসারকে
দলিত কিশোরীকে টানা ৪ দিন
গণধর্ষণ, গ্রেপ্তার মহিলা সহ ৬ 

জয়পুর: রাজস্থানের দলিত কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করল বিশেষ তদন্তকারী দল (সিট)। এমনকী ওই মামলার তদন্তে নিযুক্ত এক পুলিস অফিসারকেও সাসপেন্ড করা হয়েছে। কোটা জেলার রামগঞ্জ মান্ডি থানা এলাকার বাসিন্দা ওই কিশোরী চলতি মাসের ১৪ সেপ্টেম্বর নিখোঁজ হয়ে যায়। ১৮ সেপ্টেম্বর কোটার একটি পার্ক থেকে তাকে উদ্ধার করা হয়। ২৩ সেপ্টেম্বর নির্যাতিতাকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিস। তখনই নির্যাতিতার পরিবার পুলিসি তদন্তের গাফিলতির অভিযোগ তোলে। গর্জে ওঠে বিভিন্ন সংগঠন। অবশেষে মামলা যায় সিটের হাতে। তারাই এবার অভিযুক্ত ছ’জনকে গ্রেপ্তার করল। তাদের মধ্যে একজন মহিলা রয়েছে। ধৃতদের নাম সমীর (১৯), শাহরুখ খান (২৭), সাহিল (২৩), আরবাজ (১৮) এবং ২৫ বছরের সঙ্গীতা। এছাড়া অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টর রৌনক আলির বিরুদ্ধেও নির্যাতিতাকে শ্লীলতাহানি করার অভিযোগ রয়েছে। ওই মামলায় বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। 
জানা গিয়েছে, দশম শ্রেণির ওই ছাত্রী গত ১৪ সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে করে কোটা স্টেশনে পৌঁছায়। তারপর স্কুলের এক সিনিয়র দিদির সঙ্গে তার দেখা হয়। সেই ছাত্রীই নির্যাতিতা কিশোরীকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত কোটার এক বাড়িতে আটকে রাখে। সেখানে বহুবার তাকে গণধর্ষণ করা হয়। ১৮ সেপ্টেম্বর একটি পার্কের কাছে নির্যাতিতাকে ফেলে অভিযুক্তরা পালায়। পরে এলাকাবাসী ওই কিশোরীকে উদ্ধার করে পুলিসের হাতে তুলে দেয়। যদিও তার পরিবারের দাবি, এএসআই রৌনক আলি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। এমনকী তিনিও ওই কিশোরীর শ্লীলতাহানি করেন। পুলিস সুপার কাবেন্দ্র সিংয়ের নেতৃত্বে তদন্ত শুরু করে সিট। অবশেষে অভিযুক্তদের গ্রেপ্তার করলেন তদন্তকারীরা। সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরেই এই সাফল্য মিলেছে বলে সিট জানিয়েছে।  

1st     October,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ