বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

তিরুপতির হাসপাতালে আগুন
মৃত দুই সন্তান সহ চিকিৎসক

তিরুপতি: হাসপাতাল চত্ত্বরের কোয়ার্টারে আচমকাই ভয়াবহ আগুন। সেই আগুন ছড়িয়ে পড়ে দ্রুত।আর তাতে আটকা পড়েই মৃত্যু হল সেই হাসপাতালের এক চিকিৎসক ও তাঁর শিশুকন্যা ও পুত্রের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, অন্ধ্রপ্রদেশের তিরুপতির রেনিগুন্টা এলাকার কার্তিকেয়া হাসপাতালে। জানা গিয়েছে, আজ ভোর বেলা আচমকাই আগুন লেগে যায়। সেই সময় বিল্ডিংয়ের দু’তালায় ঘুমিয়েচিলেন চিকিৎসক রবিশঙ্কর রেড্ডি ও তাঁর পরিবার। আগুন লেগেছে বুঝতে পেরেস, দুই সন্তানকে নিয়ে সিঁড়ি দিয়ে নীচে নেমে আসার চেষ্টা করেন। সেই সময় সম্ভবত প্রবল ধোঁয়ার কারণে তিনজনেই সংজ্ঞা হারিয়ে পড়ে যান। সেখানেই আগুনে ঝলসে মৃত্যু হয় রবিশঙ্কর বাবুর। তাঁর শিশুকন্যার বয়স ৯ ও ছেলের বয়স ১৪। তাঁদের সংজ্ঞাহীন অবস্থায় জানলা দিয়ে উদ্ধার করে দমকল। দ্রুত বাচ্চাদুটিকে হাসপাতালে পাঠানো হলেও বাঁচানো সম্ভব হয়নি। পুলিস সূত্রে খবর, রবিশঙ্কর বাবুর মা ও স্ত্রী বেঁচে গিয়েছেন। আগুন লাগার সঠিক কারণ এখনও না জানা গেলেও শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছিল বলে প্রাথমিক অনুমান পুলিসের। তিনতলার কোয়ার্টাসটি ৫ বছর আগে তৈরি হয়েছিল। বেশকিছু সময় ধরেই সেখানে সপরিবার থাকছিলেন মৃত চিকিৎসক।

25th     September,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ